Wednesday, August 20, 2025

সুশান্ত তদন্তে সিবিআই : ৩৫ পাতার রায়, পদে পদে সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসিত মুম্বই পুলিশ

Date:

৩৫ পাতার রায় বিচারপতি ঋষিকেষ রায়ের। সুশান্ত সিং রাজপুত রহস্য মৃত্যু মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে গিয়ে বিচারপতি ব্যতিক্রমী ভাষায় এদিন বলেন, সুবিচার আর ন্যায় বিচারের যখন প্রশ্ন ওঠে, তখন আদালত নির্বাক হয়ে বসে থাকতে পারে না। সুশান্ত একজন প্রতিভাবান অভিনেতা ছিলেন। তাঁর মৃত্যুর পিছনে আসল রহস্য জানতে চান বহু মানুষ। তাই সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে।

বিচারপতি রায় জানান, কেন বিহার পুলিশের এফআইআরকে মান্যতা দিতে চায় আদালত। তাঁর রায়ে বলেন, যে অভিযোগ সুশান্তের বাবা করেছেন সেগুলি হলো চক্তান্ত, বিশ্বাসভঙ্গ, টাকা হলফ করা, খুনের অভিযোগ ইত্যাদি। যা এফআইআরকে মান্যতা দেওয়ার পক্ষে যথেষ্ট।

মুম্বই পুলিশ সিবিআই তদন্তের বিরোধিতা করে তদন্তের ফিরিস্তি দেয় এদিন। তার পরিপ্রেক্ষিতে কোর্ট জানতে চায় কোন এফআইআর-এর নির্দেশে তারা তদন্ত চালাচ্ছে। মুম্বই পুলিশ কোনও এফআইআর দেখাতে পারেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোর্ট বলে, তাহলে কিসের ভিত্তিতে তদন্ত চলছিল?

তদন্ত নিয়ে মুম্বই পুলিশ বনাম বিহার পুলিশের দ্বন্দ্বে ক্ষুব্ধ বিচারপতি। তিনি বলেন, এটা অভিপ্রেত নয়। বিহার পুলিশের কর্তাকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানো খারাপ উদাহরণ। এখন মুম্বই পুলিশ সমস্ত তথ্য দিয়ে সিবিআইকে সাহায্য করুক।

শেষে বিচারপতি বলেন, এটা ঠিক রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্ত করতে পারে না। কিন্তু সংবিধানের ১৪২ নম্বর ধারার ক্ষমতাবলে সুপ্রিম কোর্টকে যে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে, তা প্রয়োগ করেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version