Friday, November 14, 2025

সুশান্ত তদন্তে সিবিআই : ৩৫ পাতার রায়, পদে পদে সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসিত মুম্বই পুলিশ

Date:

৩৫ পাতার রায় বিচারপতি ঋষিকেষ রায়ের। সুশান্ত সিং রাজপুত রহস্য মৃত্যু মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে গিয়ে বিচারপতি ব্যতিক্রমী ভাষায় এদিন বলেন, সুবিচার আর ন্যায় বিচারের যখন প্রশ্ন ওঠে, তখন আদালত নির্বাক হয়ে বসে থাকতে পারে না। সুশান্ত একজন প্রতিভাবান অভিনেতা ছিলেন। তাঁর মৃত্যুর পিছনে আসল রহস্য জানতে চান বহু মানুষ। তাই সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে।

বিচারপতি রায় জানান, কেন বিহার পুলিশের এফআইআরকে মান্যতা দিতে চায় আদালত। তাঁর রায়ে বলেন, যে অভিযোগ সুশান্তের বাবা করেছেন সেগুলি হলো চক্তান্ত, বিশ্বাসভঙ্গ, টাকা হলফ করা, খুনের অভিযোগ ইত্যাদি। যা এফআইআরকে মান্যতা দেওয়ার পক্ষে যথেষ্ট।

মুম্বই পুলিশ সিবিআই তদন্তের বিরোধিতা করে তদন্তের ফিরিস্তি দেয় এদিন। তার পরিপ্রেক্ষিতে কোর্ট জানতে চায় কোন এফআইআর-এর নির্দেশে তারা তদন্ত চালাচ্ছে। মুম্বই পুলিশ কোনও এফআইআর দেখাতে পারেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোর্ট বলে, তাহলে কিসের ভিত্তিতে তদন্ত চলছিল?

তদন্ত নিয়ে মুম্বই পুলিশ বনাম বিহার পুলিশের দ্বন্দ্বে ক্ষুব্ধ বিচারপতি। তিনি বলেন, এটা অভিপ্রেত নয়। বিহার পুলিশের কর্তাকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানো খারাপ উদাহরণ। এখন মুম্বই পুলিশ সমস্ত তথ্য দিয়ে সিবিআইকে সাহায্য করুক।

শেষে বিচারপতি বলেন, এটা ঠিক রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্ত করতে পারে না। কিন্তু সংবিধানের ১৪২ নম্বর ধারার ক্ষমতাবলে সুপ্রিম কোর্টকে যে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে, তা প্রয়োগ করেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version