আনন্দলোক হাসপাতালের লাইসেন্স বাতিল, বন্ধ করতে হবে সব শাখা

আনন্দলোকের লাইসেন্স বাতিলের নির্দেশ স্বাস্থ্য কমিশনের। ফলে আজ, ১৯ অগাস্ট থেকে আনন্দলোক হাসপাতালের সব ক’টি শাখা বন্ধ করে দিতে হবে।

কেন এই সিদ্ধান্ত? বছর দুই আগে একটি মৃত্যুক কেন্দ্র করে আনন্দলোক দোষী সাব্যস্ত হয়। হাসপাতালকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। কিন্তু ১ লক্ষ দেওয়ার পর বাকি টাকা দিতে অস্বীকার করে আনন্দলোক। বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও তারা বাকি টাকা না দেওয়ায় স্বাস্থ্য কমিশন আনন্দলোকের লাইসেন্স বাতিলের নির্দেশ দেয়। কলকাতা, রানিগঞ্জ সহ সব শাখা আপাতত বন্ধ রাখতে হবে আজ থেকে।

Previous articleসুশান্ত মামলায় তৎপর সিবিআই, মুম্বই যাচ্ছে সিট ও ফরেন্সিক দল
Next articleযুবযোদ্ধারাই একদিন বাংলাকে পথ দেখাবেন, নিশ্চিত বিশ্বাস সাংসদ অভিষেকের