Monday, December 1, 2025

গান্ধী পরিবারের বাইরে থেকেই নেতা খুঁজুক কংগ্রেস, মত প্রিয়াঙ্কার

Date:

Share post:

কার্যত নেতৃত্বহীন কংগ্রেসকে দিশা দেখিয়ে দলের প্রভাবশালী সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা বঢরা বললেন, গান্ধী পরিবারের বাইরে থেকেই এবার নেতা খুঁজুক কংগ্রেস। প্রিয়াঙ্কা এমন একটা সময়ে এই মন্তব্য করলেন যখন অন্তর্বর্তী কংগ্রেস সভানেত্রী হিসাবে সোনিয়া গান্ধীর মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেই ফের কংগ্রেস সভাপতি করার জোরালো দাবি তুলেছেন একাধিক নেতা। দলের কোনও দায়িত্বপালনের ঝুঁকি না নিয়ে যেভাবে রাহুল সমস্ত বিষয়ে একক প্রচার চালাচ্ছেন তা নিয়েও ক্ষুব্ধ কংগ্রেসেরই একাংশ। প্রশ্ন উঠছে, অন্য কোনও সাংসদের বক্তব্য প্রচার করতে কি এত সক্রিয়ভাবে গোটা দল নেমে পড়ে? কারণ এই মুহূর্তে রাহুল দলের এক সাধারণ সাংসদ ছাড়া কোনও পদাধিকারী নন। এই বিষয়ে বিজেপির কটাক্ষ, স্রেফ গান্ধী পরিবারের সদস্য হওয়ার কারণেই শুধুমাত্র সাংসদ হয়েই শীর্ষ নেতৃত্বের সুযোগসুবিধা ভোগ করেন রাহুল, কিন্তু কোনও দায়িত্ব পালনের ঝক্কি নেন না। এটাই হল কংগ্রেসে গান্ধী পরিবারের জমিদারি মানসিকতার নমুনা। এই প্রেক্ষাপটে প্রিয়াঙ্কার বক্তব্য অত্যন্ত ইঙ্গিতবাহী, যিনি বলছেন গান্ধী পরিবারের বাইরে থেকেই এবার নেতা খুঁজুক কংগ্রেস।

প্রিয়াঙ্কার বক্তব্য, লোকসভা নির্বাচনের পর কংগ্রেস সভাপতির দায়িত্ব ছাড়ার সময়ই রাহুল তাঁর মনোভাব স্পষ্ট করে দিয়েছিলেন। চিঠিতে না লিখলেও রাহুল তখন বলেছিলেন যে তিনি চান না গান্ধী পরিবারের অন্য কোনও সদস্য কংগ্রেসের দায়িত্ব নিক। প্রিয়াঙ্কার কথায়, রাহুলের এই অবস্থান আমি সম্পূর্ণ সমর্থন করি। আমার নিজেরও গান্ধী পরিবারের বাইরে কারুর নেতৃত্বে কাজ করতে কোনও সমস্যা নেই। তাই এবার নেতা ঠিক করুক দল। বলাই বাহুল্য, প্রিয়াঙ্কার এই মন্তব্য কংগ্রেস দলকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করালো।

spot_img

Related articles

কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার নজির, রাজ্যে বন্ধ ১ কোটি জনধন অ্যাকাউন্ট

ঘটা করে দেশে ব্যাপক ব্যাঙ্কিং পরিষেবার উদাহরণ তুলে ধরতে দেশজুড়ে জনধন অ্যাকাউন্ট খুলেছিল মোদি সরকার। আবার ১০ বছর...

বিয়ে তো হল, হানিমুন কবে? এবার উত্তর দিলেন দিলীপ ঘোষ

ঘটা করে সকলের নজর কেড়েই বিয়েটা হয়েছিল। সেই সময়ই অপকটে বলেছিলেন - বিয়ে হল। হানিমুনও (honeymoon) যথা সময়ে...

পিছোল এসআইআর-এর সময়সীমা! ‘তাড়াহুড়ো’র বিরোধীতা করে কমিশনকে আক্রমণ চন্দ্রিমা–পার্থর

এসআইআর প্রক্রিয়ার নির্ঘণ্ট নিয়ে তীব্র রাজনৈতিক চাপানৌতনের মধ্যে অবশেষে এক সপ্তাহ পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ গোটা...

এসআইআর বড় বালাই! ৭০ বছর বয়সে ‘বাবা’ হলেন লালগোলার নূরাল শেখ

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) চলতেই এক অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দুতে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম...