Thursday, August 21, 2025

গান্ধী পরিবারের বাইরে থেকেই নেতা খুঁজুক কংগ্রেস, মত প্রিয়াঙ্কার

Date:

Share post:

কার্যত নেতৃত্বহীন কংগ্রেসকে দিশা দেখিয়ে দলের প্রভাবশালী সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা বঢরা বললেন, গান্ধী পরিবারের বাইরে থেকেই এবার নেতা খুঁজুক কংগ্রেস। প্রিয়াঙ্কা এমন একটা সময়ে এই মন্তব্য করলেন যখন অন্তর্বর্তী কংগ্রেস সভানেত্রী হিসাবে সোনিয়া গান্ধীর মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেই ফের কংগ্রেস সভাপতি করার জোরালো দাবি তুলেছেন একাধিক নেতা। দলের কোনও দায়িত্বপালনের ঝুঁকি না নিয়ে যেভাবে রাহুল সমস্ত বিষয়ে একক প্রচার চালাচ্ছেন তা নিয়েও ক্ষুব্ধ কংগ্রেসেরই একাংশ। প্রশ্ন উঠছে, অন্য কোনও সাংসদের বক্তব্য প্রচার করতে কি এত সক্রিয়ভাবে গোটা দল নেমে পড়ে? কারণ এই মুহূর্তে রাহুল দলের এক সাধারণ সাংসদ ছাড়া কোনও পদাধিকারী নন। এই বিষয়ে বিজেপির কটাক্ষ, স্রেফ গান্ধী পরিবারের সদস্য হওয়ার কারণেই শুধুমাত্র সাংসদ হয়েই শীর্ষ নেতৃত্বের সুযোগসুবিধা ভোগ করেন রাহুল, কিন্তু কোনও দায়িত্ব পালনের ঝক্কি নেন না। এটাই হল কংগ্রেসে গান্ধী পরিবারের জমিদারি মানসিকতার নমুনা। এই প্রেক্ষাপটে প্রিয়াঙ্কার বক্তব্য অত্যন্ত ইঙ্গিতবাহী, যিনি বলছেন গান্ধী পরিবারের বাইরে থেকেই এবার নেতা খুঁজুক কংগ্রেস।

প্রিয়াঙ্কার বক্তব্য, লোকসভা নির্বাচনের পর কংগ্রেস সভাপতির দায়িত্ব ছাড়ার সময়ই রাহুল তাঁর মনোভাব স্পষ্ট করে দিয়েছিলেন। চিঠিতে না লিখলেও রাহুল তখন বলেছিলেন যে তিনি চান না গান্ধী পরিবারের অন্য কোনও সদস্য কংগ্রেসের দায়িত্ব নিক। প্রিয়াঙ্কার কথায়, রাহুলের এই অবস্থান আমি সম্পূর্ণ সমর্থন করি। আমার নিজেরও গান্ধী পরিবারের বাইরে কারুর নেতৃত্বে কাজ করতে কোনও সমস্যা নেই। তাই এবার নেতা ঠিক করুক দল। বলাই বাহুল্য, প্রিয়াঙ্কার এই মন্তব্য কংগ্রেস দলকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করালো।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...