মোদিকে ধন্যবাদ জানালেন ধোনি, রাজনীতির গন্ধ দেখছেন নেটিজেনরা

প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে মহেন্দ্র সিং ধোনিকে বলেছিলেন আপনি চির স্মরণীয় থাকবেন শুধু খেলার মাঠের জন্য নয়, আপনার আচার-আচরণ এবং ভারতকে যে উচ্চতায় পৌঁছে দিয়ে গেলেন, তার জন্য। প্রধানমন্ত্রীর এই চিঠির মধ্যে অনেকে রাজনীতিও দেখছেন। বিহার ভোটের আগে বোধহয় ধোনিকে সামনে রেখে সহানুভূতির হাওয়া তুলতে চাইছেন। আবার কেউ কেউ বলছেন, সেনা ভক্ত, দেশ ভক্ত ধোনিকে শাসক দলে আসার আগাম আমন্ত্রণ ঘুরিয়ে জানিয়ে রাখলেন মোদি।

প্রধানমন্ত্রীর সেই চিঠি নিজের টুইটার হ্যান্ডেল প্রকাশ করে পাল্টা ধোনি লিখলেন, যে কোনও শিল্পী, যোদ্ধা কিংবা ক্রীড়াবিদ মনের অন্দরে চান তাঁদের কাজ প্রশংসিত হোক। তাদের কঠোর পরিশ্রম আর বলিদান যেন সকলের চোখে পড়ে। সমাজের সর্বস্তরে যেন তার কদর হয়। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা আর প্রশংসা করে উৎসাহিত করার জন্য।

Previous articleকর্মপ্রার্থীদের কাজ খুঁজে দিতে গুগল আনল ‘কর্ম’ অ্যাপ
Next articleসবই জল্পনা! শুভেন্দুর ফেসবুক পোস্ট প্রমাণ করে আজও তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গী