কর্মপ্রার্থীদের কাজ খুঁজে দিতে গুগল আনল ‘কর্ম’ অ্যাপ

ইন্টারনেটে কর্মপ্রার্থীদের কাজ খুঁজে দিতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ভারতে নিয়ে এল কাজ খোঁজার অ্যাপ।নতুন এই অ্যাপের নাম ‘কর্ম’। মহামারির পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের জেরে দেশে এখন কাজ হারানো মানুষের সংখ্যা বেড়েই চলেছে। এবার গুগলের নতুন অ্যাপের মাধ্যমে কর্মপ্রার্থীরা নতুন কাজ খোঁজার সুযোগ পাবেন। গুগল জানিয়েছে, ‘কর্ম’ নামে এই অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের নানা সংস্থায় এন্ট্রি লেভেল কাজের খোঁজ পাওয়া যাবে। বছরখানেক আগে ‘জবস’ নামেও এই ধরনের একটি অ্যাপ এনেছিল গুগল। তার মাধ্যমেও কর্মপ্রার্থীরা কাজের খোঁজ করতে পারেন। গুগলের এই অ্যাপ প্রথমে আনা হয় বাংলাদেশে এবং তারপর ইন্দোনেশিয়ায়। ওই দুই দেশেই ধীরে ধীরে কর্মসংস্থানের অন্যতম প্ল্যাটফর্ম হয়ে ওঠে ওই অ্যাপ। এই অ্যাপ একদিকে যেমন কর্মপ্রার্থীদের কাজ খুঁজে দেওয়ার কাজ করে, তেমনই বিভিন্ন সংস্থাকে উপযুক্ত কর্মীর খোঁজও দেয়। শুধু কাজ খুঁজে দেওয়াই নয়, জানা গিয়েছে, এই অ্যাপের মাধ্যমে নতুন দক্ষতা তৈরির সুযোগও পাওয়া যাবে। একই সঙ্গে গুগল সুন্দর সিভি বানাতেও সাহায্য করবে। প্রসঙ্গত, গুগলের পেমেন্ট অ্যাপলিকেশন গুগল পে-এর মাধ্যমেও কাজের খোঁজ করার সুযোগ রয়েছে। ভারতের অনেক সংস্থাই কর্মী নিয়োগের ক্ষেত্রে এই অ্যাপের থেকে তথ্য নিয়ে থাকে।

 

Previous articleবাগুইআটি তৃণমূল কর্মী খুনের ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাবাসের শাস্তি
Next articleমোদিকে ধন্যবাদ জানালেন ধোনি, রাজনীতির গন্ধ দেখছেন নেটিজেনরা