অ্যাম্বুল্যান্সের তোলাবাজি। সল্টলেক আমরি হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যাল, ৮ কিলোমিটার পথে রোগীকে আনতে ৯ হাজার টাকা ভাড়া নেওয়ার অভিযোগ। আর সেই নিয়ে হাসপাতালের মধ্যেই বচসা এবং গণ্ডগোলে জড়িয়ে পড়ে দু’পক্ষ। কিন্তু কোভিডের সুযোগে অ্যাম্বুল্যান্সের এই ‘দিনে ডাকাতি’র কাজে অতিষ্ঠ মানুষ।

হাওড়ার ৮০ বছরের বৃদ্ধ হরিওম আগরওয়ালের দিন দশেক।আগে স্ট্রোক হয়। তাঁকে সল্টলেক আমরি হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড টেস্ট করলে পজিটিভ আসে। কিন্তু সেখানে বিলের পরিমাণ বাড়তে থাকায় পরিবারের লোকজন তাঁকে কলকাতা মেডিক্যালে আনেন। তার আগে দুটি হাসপাতাল তাঁকে ফেরায়। ভর্তি নিতে চায়নি। কলকাতা মেডিক্যালে এনে ৯হাজার টাকা চাওয়া হয়, এমনকী রোগীকে অ্যাম্বুল্যান্স থেকে নামাতেও অস্বীকার করা হয়। অ্যাম্বুল্যান্স চালকের দাবি ভাড়ার বিষয়টি তিনি জানেন না। মালিক জানেন। রোগীর পরিবার এ ব্যাপারে রাজ্যের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তোলাবাজি বন্ধের দাবি জানিয়েছে।
