Saturday, August 23, 2025

করোনা মোকাবিলায় বাংলার প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন নির্মল মাজি

Date:

আরও একবার বিরোধীদের যোগ্য জবাব দিল রাজ্য সরকার। এমন করোনা সঙ্কটকালে আন্তর্জাতিক মহলের তরফে সাধুবাদ ছিনিয়ে আনল পশ্চিমবঙ্গ। রাষ্ট্রসংঘের শান্তি পরিষদ থেকে করোনা মোকাবিলায় পারদর্শীতার জন্য প্রশংসা আদায় করে নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার মানবদরদী ভাবমূর্তি বজায় রেখে জনসাধারনের পাশে দাঁড়িয়েছে। রাষ্ট্রসংঘের তরফ থেকে পাঠানো ‘সিম্বল অফ গ্র্যাটিটিউড’ শংসাপত্রে এমনই প্রশংসার কথা উল্লেখ করা হয়েছে।

জাপানে অবস্থিত ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ই-মেল করে ‘সিম্বল অফ গ্র্যাটিটিউড’-এর বার্তা দেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির সভাপতি নির্মল মাজিকে পাঠানো হয়েছে ওই ই-মেল। সেই বার্তায় জানানো হয়েছে, করোনা মোকাবিলায় আপনারা মানবদরদী হয়ে কাজ করছেন। মানবজাতি আপনাদের হাতে নিরাপদ। আপনাদের হাতে শংসাপত্র তুলে দিতে পেরে আমরা গর্বিত। ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের প্রতিনিধিদের জাপানে আমন্ত্রণও জানানো হয়েছে। এছাড়াও করোনা যোদ্ধা হিসেবে আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন নির্মল মাজি।

এ প্রসঙ্গে রোগী কল্যাণ সমিতির সভাপতি বলেন, “দিদির সততা এবং দায়বদ্ধতার কাজে আমি শুধু একজন সৈনিক মাত্র। দিদির কাছ থেকেই শেখা কীভাবে কাজ করতে হয়। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাহায্য করতে ঘণ্টার পর‌ ঘণ্টা বিভিন্ন হাসপাতালে ঘুরে বেরিয়েছি। কখনও মেডিক্যাল কলেজ, কখনও বেলেঘাটা আইডি, কখনও আবার চিত্তরঞ্জনের মতো হাসপাতালে। আজকের এই সম্মান আমি আমার পথপ্রদর্শক মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করলাম। তাঁর নির্দেশ মতোই কাজ করে মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি। আর তাতেই এই স্বীকৃতি।”

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version