করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ফের এক পুলিশ কর্মীর। নাম
উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে কর্মরত ছিলেন
উদয়বাবু। কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।

প্রয়াত উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহামারি মোকাবিলায় একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হলো না। মারণ ভাইরাসের বলি হলেন তিনি।

প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে কলকাতা পুলিশ সর্বতোভাবে আছে বলেই জানিয়েছে। তাঁর মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে।
