মুম্বই পুলিশের ডিসিপি অভিষেক ত্রিমুখের সঙ্গে বৈঠক করল সিবিআই। একই সঙ্গে সুশান্তের রাঁধুনি নীরজকে জেরা করল তদন্তকারী দল। নীরজ ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে ছিল। সিবিআই তাদের হেফাজতে পেল সুশান্ত সিং রাজপুতের ল্যাপটপ, ডায়েরি।

সিবিআই পাঁচটি দলে ভাগ হয়ে নেমেছে সুশান্ত তদন্তে। এক নম্বর দল দেখবে সুশান্তের আর্থিক বিষয়টি। দ্বিতীয় দলটি ডিসিপি বা পুলিশের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখবে। তৃতীয় দলটি বান্দ্রায় সুশান্তের বাড়ি যাবে। চতুর্থ দলটি ঘটনার সঙ্গে জড়িত জায়গাগুলি ও লোকজনের কাছে যাবে। পঞ্চম দলটি বয়ান রেকর্ড করবে।


এদিনই দুটি চ্যাট প্রকাশ্যে আসায় ফের শোরগোল শুরু হয়েছে। একটি রিয়ার সঙ্গে মহেশ ভাটের। অন্যটি সুশান্তর জামাইবাবুর। যেখানে সুশান্তের মৃত্যুর সম্ভাবনার কথা বলা হচ্ছে।
