টানা বৃষ্টিতে ভাঙল বাঁধ, বিপর্যস্ত সুন্দরবন

আম্ফানের ক্ষত এখনও বর্তমান। এরইমধ্যে একটানা বৃষ্টিতে ফের বিপদের মুখে সুন্দরবন। নদীর জলস্তর বাড়ছে। আর তার জেরে নতুন করে বাঁধ ভাঙল সুন্দরবনের একাধিক জায়গায়। হুগলি নদী, মুড়িগঙ্গা নদী, গঙ্গাসাগরের জল বাড়ছে।


ইতিমধ্যেই সুন্দরবনের একাধিক এলাকা প্লাবিত। আমফানের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন। সেই ক্ষত কাটিয়ে ওঠার আগেই নতুন করে ফের বিপদের সম্মুখীন এলাকাবাসী। প্রশাসনের তরফে নেওয়া হয়েছে ব্যবস্থা । এলাকা পরিদর্শন করা হয়েছে। দ্রুত মেরামতির কাজ শুরুও করা হবে বলে জানানো হয়েছে।

স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বঙ্কিম হাজরা এই বিষয়ে জনিয়েছেন , জমির সমস্যা থাকার কারণে অনেক জায়গা বাঁধের কাজ করা যায়নি তবে সেচ দফতর উদ্যোগ নিয়েছে যাতে তাড়াতাড়ি কাজ করা যায়।

Previous articleসুশান্ত তদন্ত : সিবিআইয়ের ৫টি দল, প্রকাশ্যে দুই চ্যাট, রাঁধুনিকে জেরা
Next articleঅর্জুনে সক্রিয় পুলিশ, মুকুলে নিষ্ক্রিয়, জোর চর্চা বিজেপিতে