Sunday, May 4, 2025

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া নিম্নচাপ। আর তার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি। শনিবার বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে বলে হাওয়া অফিস জানালেও রবিবার থেকে ফের শুরু হবে ভারী বৃষ্টি । এদিকে, বৃহস্পতিবার থেকে কলকাতায় চলছে ব্যাপক বৃষ্টি। যার জেরে কলকাতার বিভিন্ন এলাকায় জলমগ্ন ।

খিদিরপুর: বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে খিদিরপুরে উঠে এল জল-যন্ত্রণার ছবি। খিদিরপুরের ৭৪ নম্বর ওয়ার্ডের রমানাথ পাল রোডের অবস্থা খুবই খারাপ। টানা দু’দিন ধরে বৃষ্টিতে শুক্রবার জলের পরিমাণ বেড়েছে। তার ফলে রাস্তার ওপর হাঁটু সমান জল। বাইক, সাইকেল নিয়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি ৭৯ নম্বর ওয়ার্ডও জলমগ্ন । এখনকার ভূকৈলাশ রোডও জলমগ্ন । স্থানীয় বাসিন্দারা জানান,” বছরের পর বছর এখানে একই অবস্থা। বৃষ্টি হলেই সমস্যা হয়।”

 

ঠাকুরপুকুর : ঠাকুরপুকুরের ১২৪ নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল এলাকার প্রায় ১০০ টি পরিবার জলবন্দি। পাশ দিয়ে বয়ে গিয়েছে খাল । খাল সংস্কারের কাজ চলছে। যার ফলে খাল বন্ধ করে দেওয়া হয়েছে । জল বের হতে না পারায় গোটা এলাকায় জলমগ্ন । ঠিকমতো রাস্তা বোঝা যাচ্ছে না, ফলে ঘটতে পারে বিপদ। স্থানীয় বাসিন্দারা জানান, শিশু এবং বয়স্করা রয়েছেন বাড়িতে কোনও প্রয়োজন হলে যাওয়ার উপায় নেই।

ইএম বাইপাস : কলকাতার ব্যস্ততম রাস্তা ইএম বাইপাস।  সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটা, মাঠ পুকুর এলাকায় শুক্রবার একেবারে জলমগ্ন ছবি ধরা পড়ল। দীর্ঘদিন ধরেই এই রাস্তা সমস্যার মুখে । জল জমে একটুতেই । দু’দিনের বৃষ্টিতে জল আরও বেড়েছে। এদিন লকডাউন থাকায় সমস্যা কিছুটা কম হলেও পরিস্থিতি ভয়ঙ্কর।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version