করোনার প্রকোপ থেকে কিছুতেই মুক্তি নেই। দেশজুড়ে মারণ ভাইরাসের দাপাদাপি অব্যাহত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৬৮,৮৯৮ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। পাশাপাশি, এই ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে আরও ৯৮৩ জন রোগীর। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯ লক্ষ ০৫ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৫৪ হাজার ৮৪৯ জন রোগীর। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমন তথ্য দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৯২ হাজার ০২৮ জন। ইতিমধ্যেই করোনা জয়ের পর সুস্থ ২১ লক্ষ ৫৮ হাজার ৯৪৭ জন করোনাজয়ী।

বিস্তারিত জানতে, ক্লিক করুন👉https://m.facebook.com/story.php?story_fbid=1572673012894428&id=851611755000561&sfnsn=wiwspmo&extid=NpyIrMUdDtZD0Or3
