স্বাধীনতা দিবসে খানাকুলের সাজুর ঘাট এলাকায় নিহত বিজেপি কর্মী সুদর্শন প্রামাণিকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। পাশাপাশি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেন, “আরামবাগে রাজনৈতিক হিংসায় বহু মানুষের প্রাণ গিয়েছে। 40 বছর ধরে আরামবাগের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ পারেনি। এখন এখানকার মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনতে চাইছে”। পাশাপাশি, দলীয় কর্মী সুদর্শন প্রামাণিককে খুনিদের গ্রেফতারের দাবি করেছেন তিনি। যদিও পুলিশ প্রশাসনের উপর বিজেপির কোনো আস্থা নেই বলে তিনি জানান। এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগকে উড়িয়ে দেন রাজ্যর বিজেপি সভাপতি।
যদিও তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুন হয়েছেন সুদর্শন প্রামাণিক।
এদিন মৃত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের হাতে পাঁচ লক্ষ টাকা তুলে দেন তিনি।