Friday, August 22, 2025

ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে

Date:

ঘনীভূত হচ্ছে নিম্নচাপ । বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি । টানা ২ দিনের বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর । শনিবার এই বৃষ্টি কিছুটা কমবে বলে হাওয়া অফিস জানালেও রবিবার থেকে ফের শুরু হবে দুর্যোগ।   কারণ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ক্রমশ বাড়ছে। তার ফলে রবিবার থেকেই ফের বৃষ্টিতে ভাসতে পারে গোটা রাজ্য। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থান করছে। সেখানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। নতুন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। তার ফলে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সর্তকতা। এই বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বন্যার সতর্কতা। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে নদী বাঁধ ভেঙে জলমগ্ন সুন্দরবনের একাধিক এলাকা। দীঘার সমুদ্রের জলোচ্ছ্বাসও বৃদ্ধি পেয়েছে । বাঁধ ভেঙে জল ঢুকেছে শংকরপুর, তাজপুরের বিভিন্ন এলাকায়। জলমগ্ন এলাকায় আটকে আছেন বহু মানুষ। কলকাতার ঠাকুর পুকুর, খিদিরপুর-সহ বিভিন্ন এলাকায় জলমগ্ন। এর মধ্যে আবার রবিবার থেকে বৃষ্টিতে বাড়তে শুরু করবে। সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে। মঙ্গলবারে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অতি ভারী বৃষ্টির সর্তকতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও বীরভূমে। বুধবারে ও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সর্তকতা।

২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়াও। সমুদ্র সৈকত দিঘা, মন্দারমণি ও সাগরদ্বীপে সতর্কতা জারি করা হয়েছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version