ভাইরাস সংক্রমণ ও লকডাউনের জেরে গত মার্চ থেকে টানা বন্ধ ছিল মন্দির। জুলাই মাসে দিন সাতেকের জন্য মন্দির খোলা হলেও সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় তা ফের বন্ধ করে দেওয়া হয় । এবার ভক্তদের আশ্বস্ত করে সোমবার থেকে খুলছে তারাপীঠ মন্দির।

সংক্রমণের কারণে কৌশিকি অমবস্যা দিনও বন্ধ ছিল মন্দির। তবে শনিবার গণেশ পুজোর দিন মন্দির কর্তৃপক্ষ বৈঠকে করেন। এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে সোমবার থেকে ভক্তদের জন্য ফের খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। তবে মন্দির খুললেও থাকছে নিয়ম। ১০ জনের বেশি ভক্তের একসঙ্গে প্রবেশ নিষেধ, পুজো দেওয়ার উপরে নিষেধাজ্ঞা ও জনসমাগম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
মন্দির কর্তৃপক্ষ জনিয়েছে, অনির্দিষ্টকালের জন্য মন্দির বন্ধ করে রাখা সম্ভব নয়। তাই সংক্রমণ কমতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর জন্য সবরকম সরকারি বিধিনিষেধ পালন করা হবে।
