এক মাসের মধ্যে বাবরি ধ্বংসের রায় দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

এক মাসের মধ্যে বাবরি মসজিদ নিয়ে রায় ঘোষণার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লখনউ -র বিশেষ আদালতকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রায় দিতে হবে। এমনটাই নির্দেশ দিলেও দেশের শীর্ষ আদালত। লালকৃষ্ণ আদবানি, বর্ষীয়ান বিজেপি নেতা মুরলী মনোহর জোশী এবং উমা ভারতীর বিরুদ্ধে চলা মামলার শুনানি শেষ করতে এই সময়ের মধ্যে।

চলতি বছর মে মাসে বিচারপতি সুরেন্দ্র কুমার যাদবকে ৩১ অগাস্টের মধ্যে রায় দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করেন সুরেন্দ্র কুমার যাদব। ওই রিপোর্ট বিবেচনা করে ১৯ অগাস্ট শীর্ষ আদালত জানায়, শুনানি সম্পূর্ণ শেষ করে রায় দানের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় মঞ্জুর করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় ঘটনাস্থলের কাছেই ছিলেন আদবানি এবং যোশী। অভিযোগ, তাঁদের প্ররোচনায় বাবরি ধ্বংস হয়েছে। ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো, জাতীয় অখণ্ডতার উপর প্রভাব বিস্তার করা মন্তব্য, সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। যদিও এই অভিযোগ মানতে নারাজ তাঁরা।