সুশান্ত কাণ্ডে নয়া মোড়, ফরেন্সিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমেছে সিবিআই। এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। সূত্রের খবর, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ময়নাতদন্তের ১২ থেকে ১৫ ঘণ্টা আগে মৃত্যু হয় অভিনেতার। গলায় ফাঁস দেওয়ার জন্য যে কাপড় ব্যবহার করা হয়েছে, তা ২০০ কেজি ওজন তুলতে সক্ষম বলে জানা গিয়েছে।

রবিবার সুশান্তের ফ্ল্যাটে তদন্তের জন্য যান সিবিআই অফিসাররা। এদিন সুশান্তের বন্ধু তথা রুমমেট সিদ্ধার্থ পিঠানি, দীপেশ, রাঁধুনি নীরজ, ফ্লাটের মালিককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী দল। জানা গিয়েছে, ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসা করা হয় কীভাবে ভাড়ার টাকা দিতেন অভিনেতা। তাঁদের ডিআরডিও গেস্ট হাউসে নিয়ে গিয়ে জেরা করা হয়। এই নিয়ে দ্বিতীয়বার সিদ্ধার্থ পিঠানিকে এবং নীরজকে তৃতীয়বার জেরা করা হয়। জানা গিয়েছে, প্রত্যেকে আলাদা আলাদাভাবে বসিয়ে জেরা করে সিবিআই। তাঁদেরকে আলাদা আলাদাভাবে বসিয়ে জেরা করা হচ্ছে বলে খবর।

 

Previous articleবাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যু
Next articleকংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রীর পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ সোনিয়ার, সোমবার জরুরি বৈঠক