Friday, November 28, 2025

বাম ভোট রামে নয়, প্রধান বিরোধীর জায়গা ফিরে পেতে হোয়াটসঅ্যাপ সেল সিপিএমের

Date:

Share post:

জ্যোতি বসুর পর বুদ্ধদেব ভট্টাচার্য, এই দুই মুখ্যমন্ত্রীর হাত ধরে টানা ৩৪ বছরের রাজ্য শাসন বামেদের। ২০১১ সালে রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর শুরুর দিকে বাংলার প্রধান বিরোধী শক্তি ছিল সিপিএম তথা বামেরাই। কিন্তু ২০১৪ সালে কেন্দ্রে পালা বদলের পর থেকে গোটা দেশের মতোই এ রাজ্যেও নরেন্দ্র মোদির গেরুয়া ঝড়ের প্রভাব পড়ে। যদিও সেই ঝড় বর্তমান শাসক তৃণমূল কংগ্রেসকে যত না বিড়ম্বনায় ফেলেছে, তার থেকে ঢের বেশি অস্বস্তিতে ফেলেছে সিপিএমকে। একের পর এক নির্বাচনে বামেদের রক্তক্ষয় এমন একটা জায়গায় পৌঁছেছে, যেখানে বর্তমানে অস্তিত্ব সঙ্কটের মুখে দাঁড়িয়ে রয়েছে তারা। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, বামেদের ভোটে থাবা বসিয়েছে রামেরা। অর্থাৎ, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে এখন আর সিপিএম নয়, প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছে বিজেপি, যার মূল কারণই হল, বামেদের ভোট বিজেপিতে ট্রান্সফার।

এবার ফের সেই জায়গা ফিরে পেতে মরিয়া বামেরা। রাজ্যে ফের ক্ষমতা দখল এখন তাদের কাছে দিবা স্বপ্নের মতো, তবে প্রধান বিরোধী শক্তির তকমাটা আপাতত ফিরে পেতে চাইছে সিপিএম। এবং এক্ষেত্রে তাদের লড়াই বিজেপির সঙ্গে। জনবিছিন্ন হয়ে যাওয়া বামেরা তথা বড় শরিক সিপিএম চাইছে, গেরুয়া শিবিরে নিজেদের চলে যাওয়া ভোট ফিরিয়ে আনতে।

গত কয়েক বছরে বছরে এ রাজ্যে বিজেপির বিরোধী শক্তি হিসেবে ক্রমাগত উত্থানের পিছনে একটা বড় ফ্যাক্টর তাদের শক্তিশালী সোশ্যাল মিডিয়া সেল।ফেসবুক-টুইটার-হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে গেরুয়া বাহিনীর সোশ্যাল মিডিয়া সেল খুব দ্রুত দলের নেতাদের বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে শাসকের নেতিবাচক দিকগুলি খুব সুন্দরভাবে জনগণের সামনে তুলে ধরেছে। সেখানে বামেরা বিরোধী হিসেবে অনেকটাই পিছিয়ে। যুগ বদলেছে। তাল মিলিয়ে বদলেছে রাজনীতির প্রেক্ষাপটও। সেটা একটু দেরিতেই বুঝেছে সিপিএম। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল-বিজেপির দ্বৈরথে রক্ত কয় আরও বেড়েছে সিপিএমের। এবার তাই সোশ্যালে মিডিয়ায় আধিপত্য বাড়াতে চাইছে সিপিএমও। এক্ষেত্রে তাদের সেই চিরাচরিত গণসংগঠনের কায়দায় একেবারে দক্ষ “হোয়াটসঅ্যাপ সেল” গড়ার উদ্যোগ নিল আলিমুদ্দিনের ম্যানেজারেরা। আপাতত খসড়া আকারে পরিকল্পনা। তবে তা দ্রুত বাস্তবায়িত করতে অনেকটাই এগিয়ে গিয়েছে সিপিএমের এই হোয়াটসঅ্যাপ। একুশের বিধানসভা নির্বাচনের আগে যেনতেন প্রকারেণ তারা বিজেপির আইটি সেলকে টক্কর দিতে চাইছে। যাতে নিদেন পক্ষে পরবর্তী নির্বাচনগুলিতে নিজেদের ভোট ব্যাংকের ভাঙন যায়। এবং একই সঙ্গে বামেদের যে ভোট বিজেপি দিকে চলে গিয়েছে তা যাতে ফিরিয়ে আনা যায়।

রাজ্যস্তরে প্রতিটি জেলার নেতা, গণসংগঠনগুলির নেতা, সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্তদের নিয়ে গঠন করা হবে রেড স্ট্রিম কোর হোয়াটসঅ্যাপ গ্রুপ। জেলাস্তরে সম্পাদকমণ্ডলী, জেলা কমিটির সদস্য ও এরিয়া কমিটির সম্পাদকদের নিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ। এর পাশাপাশি ব্লকে ব্লকে, বিধানসভা ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হবে। রাজ্য দফতরে পাঠাতে হবে জেলা কমিটির সব সদস্যদের নাম ও হোয়াটসঅ্যাপ নম্বর।

spot_img

Related articles

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...