Thursday, August 21, 2025

নির্বাচনে ভুয়ো তথ্য, অর্জুনের সাংসদ পদ খারিজের দাবিতে কমিশনে চিঠি

Date:

Share post:

ফের বিপাকে সাংসদ অর্জুন সিং। এবার ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগ। নির্বাচনী এফিডেফিডে মিথ্যা তথ্য দিয়েছেন সাংসদ। আর তার জেরেই বারাকপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে অভিযোগ জানালেন ২০১৯-এর লোকসভা ভোটে বারাকপুরের নির্দল প্রার্থী গোপাল রাউত। তাঁর দাবি, কমিশন তদন্ত করে এই মিথ্যাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক।

কমিশনকে লেখা চিঠিতে গোপাল বলেছেন, ১৯৬১ সালের নির্বাচন বিধির ৪এ ধারা অনুযায়ী ভোটে প্রার্থী হলে সেই ব্যক্তিকে রিটার্নিং অফিসারের কাছে এফিডেফিড দিয়ে জানাতে হবে তিনি কোথাও বন্ড, ডিবেঞ্চার/শেয়ার, মিউচুয়াল ফান্ড মারফত কোনও বিনিয়োগ করেছেন কিনা। তথ্য অনুসন্ধানে দেখা যাচ্ছে, বারাকপুরের বর্তমান বিজেপি সাংসদ এফিডেফিডে জানিয়েছেন, তাঁর বিনিয়োগের পরিমাণ ‘শূন্য’। কিন্তু সম্প্রতি জানতে পেরেছি বেঙ্গালুরুর ফোর্ট ফার্মস লিমিটেডে সাংসদ অর্জুন সিং বিনিয়োগ করেছিলেন। এই সংস্থার ২ লক্ষ শেয়ার নিজের নামে কিনেছেন। কোম্পানির অফিসও রয়েছে কলকাতার ব্রেবোর্ন রোডে। বিএসই-র ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ২০২০-র জুন মাসেও অর্জুন সিংয়ের নামে এই শেয়ারগুলি রয়েছে। আর ভোটের জন্য সাংসদ এফিডেফিড দাখিল করেছিলেন ২০১৯-এর ১৭ এপ্রিল। অর্থাৎ তথ্যই বলছে অর্জুন ভুয়ো তথ্য দিয়েছিলেন।

গোপাল আরও বলেন, সরকারি নথিই দেখিয়ে দিচ্ছে, অর্জুন সিং ভুয়ো তথ্য দিয়ে জিতেছিলেন। কমিশনের কাছে আমার অনুরোধ ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইনের ১২৫এ ধারা অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হোক সাংসদের বিরুদ্ধে। এর ফলে এলাকার মানুষের সঙ্গে আমিও প্রার্থী হিসাবে যথাযথ বিচার পাব। অর্জুনের বাড়িতে তল্লাশির পর এই অভিযোগ। বিজেপি সাংসদ প্রবল চাপে পড়লেন নিশ্চিতভাবে বলে যায়।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...