Saturday, August 23, 2025

গোটা দেশে শ্যুটিংয়ে ছাড়পত্র, ইন্ডাস্ট্রির কাজের নিয়ম বেঁধে দিল কেন্দ্র

Date:

ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির কাজ শুরু করা যাবে গোটা দেশে। শ্যুটিংয়ের ছাড়পত্র দিল কেন্দ্র সরকার। তবে মহামারির পরিস্থিতিতে কাজ করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। SOP-র ঘোষণা করেন মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

 

কী কী নিয়ম বাধ্যতামূলক?

১)এন্ট্রি পয়েন্টে থার্মাল স্ক্রিনিং ।

২) মাস্কের বাধ্যতামূলক ব্যবহার।

৩) কম করে ছয় ফুটের দূরত্ব বজায় রাখা

৪) মেক-আপ ভ্যান,শ্যুটিংয়ের সরঞ্জাম সব কিছু জীবাণুমুক্ত করতে হবে।

৫)একমাত্র ক্যামেরার সামনে যাঁরা রয়েছেন তাঁরা ছাড়া সকলের জন্য মাস্ক পরে থাকাটা বাধ্যতামূলক।

৬)অভিনেতারাও শট শেষে মাস্ক ব্যবহার করবেন।

৭) কোনওভাবেই শ্যুটিংয়ের আশেপাশে দর্শকের ভিড় জমতে দেওয়া যাবে না।

৮) রিয়ালিটি শো বা অন্য কোনও অনুষ্ঠানে দর্শকাসনে কেউ হাজির থাকতে পারবে না।

৯)যতটা সম্ভব কম সংখ্যক কাস্ট ও ক্রু নিয়ে কাজ করতে হবে।

১০) যিনি মেক-আপ করবেন তাঁর পিপিই কিট পরে থাকা বাধ্যতামূলক।

১১) ল্যাপেল মাইকের যতটা সম্ভব কম ব্যবহার এবং করা হলে একটি ল্যাপেল যেন বাধ্যতামূলকভাবে একজনই ব্যবহার করেন।

 

এই সমস্ত নিয়ম মেনে কাজ করতে হবে দেশের ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশন হাউজগুলিকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশ অনুযায়ী তৈরি হয়েছে এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। রবিবার এই নিময়াবলীর ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

এই SOP তৈরির মূল উদ্দেশ্য হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “মিডিয়া ইন্ডাস্ট্রির কাস্ট এবং ক্রুয়ের জন্য একটা সুস্থ ও সুরক্ষিত কাজের পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। গোটা দেশজুড়েই শ্যুটিং শুরু করবার অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তবে শ্যুটিংয়ের ক্ষেত্রে যে সব নিয়ম মেনে চলতে হবে তার দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়।”
প্রকাশ জাভড়েকর বলেন, “গত ছয় মাস ধরে দেশের বহু জায়গায় এই ইন্ডাস্ট্রি একেবারে থমকে গিয়েছিল। কিছু কিছু রাজ্যে যদিও শ্যুটিংয়ের আংশিক অনুমতি ছিল। এই এসওপি ঠিক করা হয়েছে আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে এবং স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে বিস্তারিত আলোচনা করে। আমি নিশ্চিত টেলিভিশন ও ফিল্ম ইন্ডাস্ট্রি এই নিয়মগুলিকে স্বাগত জানাবেন।”


Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...
Exit mobile version