Thursday, November 6, 2025

মহরম’-এর প্রার্থনাও বাড়িতে বসেই করার ডাক মুসলিম ধর্মগুরুদের

Date:

সংক্রমণ কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছেনা৷ দিন দিন বাড়ছে৷

মহামারি পরিস্থিতিতে এবার ইসলাম ধর্মাবলম্বীদের ‘মহরম’-এর শোকপালনের প্রার্থনা বাড়িতে বসেই করার ডাক দিয়েছেন মুসলিম ধর্মগুরুরা।

আগামী ৩০ আগস্ট, ইসলামি বছরের প্রথম মাস মহরমের ১০ তারিখ৷ ওইদিন মুসলিম সম্প্রদায়ের মানুষজন শোকপালন করেন৷ ওইদিনেই হজরত মহম্মদ (সাঃ)-এর নাতি হজরত হুসেন তাঁর পরিবার ও অনুগামী-সহ ইরাকের কারবালা প্রান্তরে শহিদ হয়েছিলেন। সংক্রমণের কথা মাথায় রেখে ওই দিনটিতে সতর্ক থেকে ঘরেই শোকপালনের প্রার্থনা করতে বলেছেন মুসলিম সম্প্রদায়ের একাধিক ধর্মগুরু৷

নাখোদা মসজিদের ইমাম শফিক কাসেমি বলেছেন, “রাজ্যবাসীর কাছে অনুরোধ, মহরমে বাইরে বেরোবেন না। মহরম শোকের মাস, আনন্দের কোনও জায়গাই নেই। সাধারণ মুসলিমদের কাছে আমার বিনীত আবেদন, ওই দিন বাড়িতে বসেই প্রার্থনা করুন।” ফুরফুরা শরিফের অন্যতম পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেছেন, “বাংলার মুসলিমদের কাছে অনুরোধ, এ বছরের মহামারির কথা মাথায় রেখে মহরমের শোকের দিনে বাড়িতে বসেই প্রার্থনা করুন।”ইমাম-ই-ঈদেন কারি ফজলুর রহমান বলেছেন, “মহরমের শোক দিবসে বাড়িতে থেকে রোজা পালন করুন। নমাজ পড়ুন। কোনও ভাবেই বাড়ির বাইরে দল বেঁধে বেরোবেন না।” প্রতিবছর মহরম উপলক্ষে হুগলির ফুরফুরা শরিফে দু’দিনের অনুষ্ঠান হয়৷ এ বছর সেই অনুষ্ঠানও বাতিল করা হয়েছে৷ ওয়াকফ বোর্ডের তরফে রাজ্যের প্রায় ৫০ হাজার মাজার- মসজিদ কমিটিকে লিখিতভাবে জানানো হয়েছে, সরকারি বিধি অনুসারে ২৫ জনের বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মহরম উপলক্ষে সাধারণ মুসলিমেরা বাড়িতে থেকেই প্রার্থনা করুণ৷ শিয়া সম্প্রদায়ের প্রতিনিধি মেহের আব্বাস রিজভি বলেছেন, “কলকাতায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে ঘটা করে মহরম পালন করা ঠিক নয়। সরকারি বিধি মেনে চলুন।” নাখোদা মসজিদের কো-ট্রাস্টি নাসের ইব্রাহিমের আবেদন, “ধর্মীয় বিধান অনুযায়ী, মহরমের দিনে গরিব মানুষকে সাহায্য করলে পুণ্য অর্জনের কথা বলা আছে। এখনও লকডাউন, করোনার কারণে বহু মানুষ খাবার পাচ্ছেন না। সাধারণ মুসলিমদের কাছে আমাদের আবেদন, নির্দিষ্ট দূরত্ব-বিধি বজায় রেখে দুঃস্থদের হাতে খাবার তুলে দিন।” মহরম উপলক্ষে শহরের রাস্তা বন্ধ করে কোনও তাজিয়ার বিরোধী টিপু সুলতান মসজিদের কো-ট্রাস্টি তথা টিপু সুলতানের প্রপৌত্র শাহিদ আলম এবং টিপু সুলতান মসজিদের হাফিজ মহম্মদ হারুন রসিদ। তাঁরা বলেছেন, “দেশের স্বার্থে, মানুষের স্বার্থে মহরমের দিনে সমস্ত মুসলিমেরা ঘরে থাকুন।”

Related articles

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঋত্বিক-উত্তম স্মরণ সৌরভের

ক্রিকেটের ২২ গজ হোক বা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের মঞ্চ সর্বত্রই সাবলীল সৌরভ গঙ্গোপাধ্যায়sourav ganguly)। বৃহসস্পতিবার সিনেমা জগতের তারকাদের...

SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ শুক্রবার, রাত ৮ টার পরে কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট 

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন...

সুন্দর জয়ের মধ্যেও চিন্তার কারণ ব্যাটিং, সিরিজে এগিয়ে গেল ভারত

চতুর্থ টি২০(T20) ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ রানে জিতল ভারত(India)। সিরিজে ২-১ ফলে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শেষ টি২০...
Exit mobile version