Sunday, November 9, 2025

রাজ্যজুড়ে একদিনে তৃণমূলে যোগ ১০ হাজার যুবক-যুবতীর

Date:

Share post:

রাজ্যজুড়ে একদিনে প্রায় ১০ হাজার যুবক- যুবতীকে দলের সঙ্গে যুক্ত করলো তৃণমূল। রাজ্যের ১৪টি জেলায় এই যোগদান পর্ব চলে৷ যেসব যুবক-যুবতী রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন, তাঁদের আবেদনের ভিত্তিতে এই ১০ হাজার যুবকে দলে নেওয়া হয়। এই যুবক-যুবতীদের তৃণমূলে যোগদান পর্বের মূল কারিগর ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক। প্রশান্ত কিশোরের ভাবনায় তৈরি হওয়া ‘ইউথ ইন পলিটিক্স’-এ ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন কয়েক লাখ যুবক-যুবতী। কলকাতা ও জেলায় তাঁদের একাংশই প্রথমপর্বে তৃণমূলে যোগদান করেন। তরুণ প্রজন্মের সামনে এদিন তুলে ধরা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-সংগ্রামের ইতিহাস।

ভবানীপুরে তরুণদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দেবাশিস কুমার ও বৈশ্বানর চট্টোপাধ্যায়। এখানে শ’দুয়েক তরুণ যোগ দেন তৃণমূলে। উত্তর ২৪ পরগনায় এই যোগদান পর্ব হয় দমদম পুর অডিটোরিয়ামে। ৪০০ জন যোগ দেন। তৃণমূলের আন্দোলনের ইতিহাস তরুণ প্রজন্মকে জানান সৌগত রায়, জ্যোতিপ্রিয় মল্লিকরা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রায় ৮০০ যুবা তৃণমূলের জেলা সভাপতি সুভাষ চক্রবর্তীর হাত ধরে দলে যোগ দেন৷ এই যোগদান পর্ব হয়েছে হাওড়ার ব্যাঁটরাতে। প্রায় ৫০০ জন তরুণ-তরুণী এখানে তৃণমূলে যোগদান করেন সেখানে। দলের পতাকা তুলে দেন জেলা সভাপতি লক্ষ্মীরতন শুক্লা। হুগলি জেলার চুঁচুড়ায় তৃণমূলে যোগ দেন শতাধিক তরুণ। তাঁদের সঙ্গে বাংলার রাজনীতি নিয়ে আলোচনা করেন জেলা সভাপতি দিলীপ যাদব। একই যোগদান হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...