রবীন্দ্রনাথকে বহিরাগত বলায় এবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ‘পাগল’ বলে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিশ্বভারতীর পৌষমেলা মাঠে পাঁচিল তোলা নিয়ে অশান্তির জেরে বিতর্কিত মন্তব্য করেন উপাচার্য। রবীন্দ্রনাথ ঠাকুরকেই ‘বহিরাগত’ বলে উল্লেখ করেন তিনি। এই মন্তব্যের জেরেই তাঁর বিরুদ্ধে তোপ দাগেন অনুব্রত মণ্ডল। বলেন, “এই ধরনের কথা কোনও সুস্থ মানুষ বলতে পারে না। একমাত্র অসুস্থ এবং পাগলরা এ কথা বলে”। তাঁর মতে, এই মন্তব্যের মধ্যে দিয়ে বিদ্যুৎ চক্রবর্তী বুঝিয়ে দিয়েছেন উপাচার্য হওয়ার যোগ্যতা তাঁর নেই।
বিশ্বভারতীর উপাচার্যের এই মন্তব্যের নিন্দায় মুখর হয়েছেন আশ্রমিক এবং বিশিষ্টরা।
