একটানা ৫ দিন পেট্রলের দাম বৃদ্ধি! কলকাতায় কত জানেন?

আজ, সোমবার সপ্তাহের প্রথম দিনই ফের বাড়ল পেট্রলের দাম। এই নিয়ে টানা ৫ দিন পেট্রলের দাম বৃদ্ধি করল সরকারি তেল সংস্থাগুলি৷ আজ দিল্লিতে লিটার প্রতি ১৩ পয়সা দাম বাড়ল পেট্রলের ৷ এর জেরে সোমবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম বেড়ে হল ৮১.৬২ টাকা ৷ তবে আজ ডিজেলের দাম অপরিবর্তিতই ৷ গত ৯ দিনে পেট্রলের দাম বেড়েছে ১.১৯ টাকা।

আজ দেশের কোন শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম:-

দিল্লি- পেট্রল ৮১.৬২ টাকা, ডিজেল ৭৩.৫৬ টাকা

মুম্বই- পেট্রল ৮৮.২৮ টাকা, ডিজেল ৮০.১১ টাকা

*কলকাতা- পেট্রল ৮৩.১৩ টাকা, ডিজেল ৭৭.০৬ টাকা*

চেন্নাই- পেট্রল ৮৪.৬৪ টাকা, ডিজেল ৭৮.৮৬ টাকা