সক্রিয় রাজনীতিতে ফিরতে মরিয়া মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সোমবারই দেখা করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে৷ দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথাবার্তাও হয়। সূত্রের খবর, বঙ্গ রাজনীতিতে এবার সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে তথাগত রায়কে।
রবিবার রাতে তথাগত রায় শিলং থেকে কলকাতায় ফিরেছেন৷ আর তার কয়েকঘন্টার মধ্যেই এদিন দেখা করতে যান বিজয়বর্গীয়র সঙ্গে৷ রাজনৈতিক মহলের ধারনা, সক্রিয় রাজনীতিতে ফেরার ব্যাপারে ‘সময় নষ্ট’ করতে চাইছেন না তথাগতবাবু৷ তবে তিনি নিজে রাজনীতিতে ফিরতে ইচ্ছুক হলেও, দলের কেন্দ্রীয় নেতৃত্ব
তাঁকে কতখানি গুরুত্ব দেবে, তা এখনও ধোঁয়াশার মধ্যেই৷ মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল এদিন বিজয়বর্গীয়র রবিবারের কথার সমর্থনে বলেছেন, “মুখ্যমন্ত্রী এখন অনেক পরের কথা। মুখ্যমন্ত্রী ঠিক করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। সেই মুখ্যমন্ত্রীকে সমর্থন করবে নির্বাচিত বিধায়করা। আমাদের পার্টির কিছু পরম্পরা আছে।” উল্লেখ্য, বিজয়বর্গীয় রবিবার বলেছেন, কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী না করেই বাংলায় বিজেপি বিধানসভা নির্বাচনে লড়বে৷