বোল্টের পার্টিতে গিয়ে এবারের আইপিএলে চরম অনিশ্চিত গেইল!

জন্মদিনে বন্ধুদের সঙ্গে পার্টি করে করোনা আক্রান্ত বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট। অলিম্পিকে ৮টি স্বর্ণপদকের মালিক ৩৪ তম জন্মদিনে পার্টি করেন। এই সংবাদ প্রকাশ্যে আসতেই কপালে ভাঁজ আইপিএল কর্তাদের। নিশ্চয়ই ভাবছেন কেন? কারণ, ২১ অগস্ট বোল্টের ওই পার্টিতে ব্রিটিশ ফুটবলার রহিম স্টার্লিং, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেইল সহ খেলার দুনিয়ার একাধিক তারকা হাজির ছিলেন। তাই পার্টিতে থাকা খেলার জগতের তারকাদেরও একে একে করোনা পরীক্ষা হচ্ছে।করোনায় আক্রান্ত হওয়ার পর সেদিন পার্টিতে তাঁর সংস্পর্শে আসা মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বোল্ট।

ইনস্টাগ্রামে বিপদমুক্ত রয়েছেন বলে গেইল জানিয়েছেন। কিন্তু এখনও তিনি রিপোর্ট হাতে পাননি। তাই উদ্বেগ বেড়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের কর্তাদের । নড়েচড়ে বসেছে বিসিসিআইও। গেইলের রিপোর্ট পজিটিভ এলে এবারের মতো আইপিএল-এর দরজা বন্ধ হয়ে যাবে এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের । আর যদি রিপোর্ট নেগেটিভ আসে, তবু তাকে সব সময় থাকতে হবে উদ্বেগের মধ্যে । তার প্রভাব যে তার পারফরম্যান্স পরবে তা বলার অপেক্ষা রাখে না । সবমিলিয়ে বন্ধুর পার্টিতে গিয়ে নিজের আইপিএল কেরিয়ার চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিলেন গেইল, যা তার মতো পেশাদার ক্রিকেটারের কাছে বেমানান ।

Previous articleসুশান্ত মামলায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
Next articleটাকা নিয়ে কাজ দেওয়ার অভিযোগ বিডিওর বিরুদ্ধে, স্যোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও