Wednesday, August 20, 2025

মহালয়ায় দুর্গার বেশে আসছেন মিমি! দেখুন মহামায়া রূপে কেমন লাগছে নায়িকাকে

Date:

করোনা মহামারি আবহের মধ্যে পুজোর বাদ্যি বাজতে চলেছে। আকার ছোট হোক কিংবা জৌলুস কমে যাক, বাঙালি তার শ্রেষ্ঠ উৎসবকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। ফোটেনি কাশফুল জমেনি পুজোর বাজার। শরতের মেঘ কিংবা বাতাসে এখনও লাগেনি পুজোর গন্ধ। কিন্তু মা আসছেন। মহামায়া রূপে আসছেন তিনি। দেবীপক্ষের সূচনায় মহালয়ার দিন মহামায়া রূপে হতে চলেছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী।

একটি বিনোদন চ্যানেলে এ বছর মহালয়ার অনুষ্ঠানে দুর্গে দুর্গতিনাশিনীর ভূমিকার দুর্গা রূপে অবতীর্ণ হচ্ছেন মিমি। মা দুর্গা শুটিং চলছে পুরোদমে। দুর্গার বেশে মিমিকে চমৎকার মানিয়েছে। এর আগে মহালয়ার দিন বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলে মহিষাসুরমর্দিনী-তে টলিউডের অন্য নায়িকাদের দুর্গার রূপ দেখা গেলেও এই প্রথম সেই ভূমিকায় দেখা যাবে মিমিকে। এর আগে অনেক নায়িকারাই মহালয়া করেছেন, তুলনা করার একটা জায়গা রয়েই যায়। এই প্রসঙ্গে মিমি বললেন, ”এটা একটা অন্য রকম অভিজ্ঞতা। কিন্তু চিন্তা ছিল। এতদিন আমার আগে যাঁরা করেছেন, সকলেই ভীষণ ভাল। আমিও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। এই প্রথমবার মা দুর্গার বেশে নিজেকে দেখলাম। মহালয়া করতে খুব ভাল লেগেছে।”

তিনি আরও জানিয়েছেন, এবার মহালয়ার অনুষ্ঠানে
নাচ ও যুদ্ধের বেশকিছু অভিনব সিকোয়েন্স রয়েছে। তার জন্য প্রচুর প্র্যাকটিস করেছেন মিমি। মিমি বললেন, “অনেক নতুন চমক রয়েছে এই মহালয়ার অনুষ্ঠানে। একদিনে দু’বার করে পোশাক বদল করতে হতো। তার মধ্যে কঠিন ফাইট সিকোয়েন্স, ভারী গয়না, সঙ্গে নাচতেও হয়েছে। সব মিলিয়ে বেগ পেতে হয়েছে।”

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version