মোদির বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট, শাসকদলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ উঠল শেওরাফুলিতে। মঙ্গলবার শেওরাফুলি পুলিশ ফাঁড়িতে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। শেওরাফুলি বিজেপি মণ্ডলের সভাপতি স্নেহাংশু মহন্ত অভিযোগ করেন, স্থানীয় তৃণমূলের ইউনিয়ন নেতা মোল্লা মোক্তার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করেছেন। দোষীর শাস্তির দাবি জানিয়েছে বিজেপি।

যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। তাঁদের দাবি, শাসকদলকে হেয় করার জন্যেই এটা করেছে গেরুয়া শিবির।

Previous articleমার্কিন মুলুকে ফের নিশানায় কৃষ্ণাঙ্গ, লক্ষ্য করে গুলি পুলিশের
Next articleমঙ্গলে ৩০০০ টাকায় এক একর জমি কিনলেন বাংলার ছেলে শৌনক