Thursday, December 18, 2025

গুজবের মাঝে খেজুরি সৎসঙ্গ আশ্রমে পানীয়জল ও রাস্তা গড়ে দিলেন শুভেন্দু

Date:

Share post:

চারিদিকে নানা গুজব। তার মাঝে নীরবে নিজের কাজ করে চলেছেন রাজ্যের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। খেজুরিতে ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে পানীয় জল ও কংক্রিটের রাস্তা গড়ে দিলেন তিনি।

পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রম। বিশুদ্ধ পানীয় জল এবং কংক্রিটের রাস্তা এখানে ছিল না। এর ফলে ভীষন সমস্যায় পড়তেন আশ্রমবাসী। রাজ্যের সেচ, পরিবহন এবং জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পান। একটি সাবমারসিবল পাম্প ও কয়েকশো ফুট কংক্রিটের রাস্তা গড়ে দিলেন তিনি। শুধু আশ্রমবাসীরাই নয়, এলাকার হাজার হাজার মানুষ এর ফলে উপকৃত হবেন।

লকডাউন শুরুর আগে ঠাকুর অনুকূল চন্দ্রের এই আশ্রমে এসেছিলেন শুভেন্দুবাবু। তখনই তাঁর নজরে আসে আশ্রমে সাবমারসিবল পাম্প নেই। আশ্রমে আসার জন্য কংক্রিটের রাস্তা ছিল না। যাতায়াতে প্রবল সমস্যা। তিনি নিজে উদ্যোগী হয়ে এই দুটি কাজে হাত দেন। সোমবার রাস্তার কাজ শেষ হয়েছে। কয়েকদিন আগে শেষ হয়েছে পাম্পের কাজ। শুভেন্দুবাবুর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, অনুকূল ঠাকুরের এই আশ্রমের উন্নয়নে আরও কিছু করার পরিকল্পনা আছে শুভেন্দুবাবুর। আশ্রমিকদের মধ্যে খুশির হাওয়া। খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রমের অধ্যক্ষ দীপঙ্কর মন্ডল জানিয়েছেন, “আগে আমাদের আশ্রমে টিউবওয়েল থেকে জল তুলতে হত। কোনও কারণে তা খারাপ হয়ে গেলে বহুদূর থেকে পানীয় জল আনতে হত। এছাড়াও রাস্তা না থাকায় বর্ষাকালে যাতায়াতে ভীষণ অসুবিধা হত। মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সমস্যা দূর করেছেন। শ্রীশ্রী ঠাকুরের কাছে শুভেন্দুবাবুর আরও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।”

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...