Sunday, May 4, 2025

ভক্তশূন্য কৌশিকী অমাবস্যার পর সোমবার একগুচ্ছ স্বাস্থ্যবিধি মেনে খুললো তারাপীঠ মন্দির। মহামারি আবহে মন্দির খোলায় সমস্ত রকম সরকারি নিয়মকে মান্যতা দেওয়া হচ্ছে।

• মন্দিরে ঢোকার আগে মেটাল গানে তাপমাত্রা মাপা হবে।

• স্যানিটাইজ করতে হবে। এছাড়াও স্যানিটাইজার টানেলে প্রবেশ করে সমগ্র শরীর জীবানমুক্ত হলে তবেই পুজোর লাইনে দাঁড়াতে পারবেন ভক্তরা।

• পুজো দেওয়ার লাইনেও দূরত্ব বিধি মেনে দাঁড়াতে হবে। গর্ভগৃহে প্রবেশ করে মা তারাকে পুজো দেওয়া নিষিদ্ধ। এছাড়াও কোনো রকম আলতা সিঁদুর প্রভৃতি নিয়ে মায়ের চরণ স্পর্শ করা যাবে না।

• গর্ভগৃহে ভক্তের লাইনে থাকা মন্দিরে ঘন্টাও খুলে রাখা হয়েছে।শুধুমাত্র সেবাইতদের মাধ্যমে দূর থেকে মা তারাকে পুজো দিতে পারবেন ভক্তরা।

• কোনওরকম ভোগ বা মহাপ্রসাদ বিতরন করা হবে না।

• এছাড়াও মন্দির খোলায় হোটেল মালিক সহ ছোটো বড় অনান্য ব্যবসায়ীদের করোনা সতর্কবিধি মেনে তবেই সামগ্রী বিক্রি করতে পারবে। রুম ভাড়া দিতে পারবে।

দীর্ঘদীন পর আজ মন্দির খোলায় কিছুটা হলেও আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। যদিও সকাল থেকে তেমন পূণ্যার্থীদের দেখা নেই। আজ ষষ্ঠী থাকায় স্থানীয়দের ভিড় ছিল বেশি।

Related articles

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...
Exit mobile version