এবার শাখা খুলছে ১৮৮ বছরের প্রাচীন লা মার্টিনিয়র স্কুল

প্রথমবার শাখা খুলতে চলেছে শতাব্দী প্রাচীন লা মার্টিনিয়র স্কুল। ১৮৮ বছরের ঐতিহ্যবাহী এই স্কুল বেহালা চৌরাস্তার কাছে অক্সফোর্ড মিশন স্কুলটি লিজে নিয়ে নতুন ব্রাঞ্চ খুলছে বলে জানা গিয়েছে।

কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রায় ৪০ একর জমির ওপরে তৈরি হবে নতুন স্কুলটি। আপাতত নার্সারি থেকে ক্লাস-টু পর্যন্ত মোট পাঁচটি ক্লাসে অ্যাডমিশন নেওয়া হবে ছাত্র-ছাত্রীদের। আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হবে অ্যাডমিশন।অ্যাডমিশনের সময়ে ১০ জন করে ইন্টারভিউয়ের জন্য স্কুলে ডাকা হবে।

আগামী বছরের স্কুল চালু করার পরিকল্পনা রয়েছে। একদিকে স্কুল নির্মাণের কাজ চলবে। অন্যদিকে, প্রাইমারি সেকশনে ক্লাস চলবে। স্কুলে পড়াশুনার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরণের সুবিধা থাকবে।

Previous articleরাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প, ঘোষণা রিপাবলিকান পার্টির
Next articleঋণখেলাপি নীরব মোদির স্ত্রী ও ভাই- বোনের বিরুদ্ধে নোটিশ জারি ইন্টারপোলের