Wednesday, December 3, 2025

সুশান্ত মৃত্যুরহস্যে এবার মাদক যোগ! রিয়ার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ ঘিরে তোলপাড়

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্য ক্রমেই জটিল হচ্ছে। এবার এই মৃত্যুর সঙ্গে মাদক ব্যবহার ও মাদক পাচারের তত্ত্ব উঠে আসছে। সর্বভারতীয় নিউজ চ্যানেল টাইমস নাও ইডি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, রিয়া চক্রবর্তী সহ পাঁচজনের সঙ্গে মাদক পাচারের যোগাযোগ মিলেছে। এই পাঁচজন হলেন রিয়া ও তাঁর ভাই শৌভিক, স্যামুয়েল মিরান্ডা, জয়া সাহা ও দীপেশ সাবন্ত। রিয়ার সঙ্গে এক কুখ্যাত ড্রাগ ডিলার গৌরব আরিয়ার কথোপকথন মোবাইল ফোনের মেসেজ থেকে উদ্ধার করেছে ইডি। এই তথ্যগুলি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মাদক যোগ সামনে আসায় নারকোটিক কন্ট্রোল ব্যুরোকেও এই বিষয় সম্পর্কে অবহিত করা হয়েছে।

টাইমস নাও জানিয়েছে, রিয়াকে জিজ্ঞাসাবাদের সময় তার মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে ইডি। এরপর তদন্তকারীরা দেখেন, ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর রিয়ার ফোন থেকে বহু মেসেজ ডিলিট করা হয়েছে। মুছে ফেলা মেসেজগুলি পুনরুদ্ধার করে তা বিশ্লেষণ করার পরই হাতে আসে বিস্ফোরক তথ্য। এরপরেই যোগাযোগ করা হয় নারকোটিক কন্ট্রোল ব্যুরোর সঙ্গে। বহু কথোপকথনে দেখা গিয়েছে, এমডিএমএ, মারজুয়ানা ব্যবহারের উল্লেখ। এক ড্রাগ ডিলার গৌরবকে রিয়া জানাচ্ছেন তার এমডিএমএ ড্রাগ ব্যবহারের কথা। আবার রিয়া এবং জয়া সাহার কথোপকথোনে দেখা যাচ্ছে, সেখানে তৃতীয় কোনই ব্যক্তিকে চা, কফি বা জলের সঙ্গে চার ফোঁটা মাদক মিশিয়ে খাওয়ানোর কথা বলা হচ্ছে। প্রশ্ন উঠছে, এই তৃতীয় ব্যক্তি কি সুশান্ত, যাকে তার অজান্তে ওষুধ দেওয়ার নাম করে ড্রাগ দিতেন রিয়া? তদন্তকারীরা সবদিকই খতিয়ে দেখছেন। এদিকে এই চাঞ্চল্যকর অভিযোগ ওঠার পর রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, রিয়া ড্রাগ নিতেন না। এটা প্রমাণ করার জন্য তিনি যেকোনও পরীক্ষা দিতে রাজি।

 

 

 

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...