Thursday, August 21, 2025

জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা স্থগিত রাখার জন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিরোধী নেতৃত্বদের একসঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষা স্থগিত না করলে গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। বুধবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, পন্ডিচেরি, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি আমি। ছাত্র-ছাত্রীদের সুরক্ষার স্বার্থে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে আমাদের একসঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত।”

এদিনের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “কী করে নিট, জয়েন্ট দেবেন পরীক্ষার্থীরা? ট্রেন বন্ধ। যাতায়াতের সমস্যা। ওঁরা এমনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আরও বেশি ডিপ্রেশনের দিকে ঠেলে দেওয়া ঠিক হবেনা। দেশে ২৪ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দেবে। এটা ছেলেমানুষির বিষয় নয়।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছিলাম। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা পুনর্বিবেচনার আবেদন করতে পারত কেন্দ্র। এই সুযোগ প্রধানমন্ত্রীর হাতেই ছিল। সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে তা করতেই পারে।” ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে চলতি বছরের নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করেছে। এই পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষার্থীদের সেই আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে নির্ধারিত সূচি মেনেই নিট এবং জয়েন্ট হবে। মহামারি আবহে এই পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে সোমবার এবং মঙ্গলবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অনড় কেন্দ্র।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version