Monday, August 25, 2025

দিনকয়েক আগে বাংলার ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছিলেন, দলের সিদ্ধান্ত, একুশের ভোটে বাংলায় কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী না করেই নির্বাচন লড়বে বিজেপি। কলকাতায় পা রেখে কৈলাসের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন তথাগত রায়ও।

তারপরেই বিজয়বর্গীয়র ঘোষণাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে ফেসবুকে চালু করা হয়েছে নতুন একটি পেজ, নাম “Tathagata Roy for CM”৷ আর এই নিয়েই রাজ্য-রাজনীতিতে প্রবল জল্পনা শুরু হয়েছে৷

বঙ্গ- রাজনীতিতে ফেরার পর মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেছেন, “মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করবে দলের নির্বাচিত বিধায়করা৷ বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনাই তার প্রধান লক্ষ্য”।

কিন্তু তারপরেও ‘তথাগত রায় ফর সিএম’ নামে এই ফেসবুক পেজ কেন, রাজ্য রাজনীতিতে তা নিয়ে চর্চা তুঙ্গে। বিজেপি শিবির মনে করছে, এই পেজ বানিয়েছে তথাগতবাবুর অনুগামীরা, তারাও বিজেপিরই কর্মী। এই অনুগামীরাই দমদম বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিল তথাগতবাবুকে। গত সোমবার দলের হেস্টিংসের পার্টি অফিসে গিয়ে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করেন তথাগত রায়। দুজনের মধ্যে কথাও হয়। এরপর টুইট করে তথাগতবাবু দাবি করেছেন, “অর্থ-প্রতিপত্তি আমার আছে। বাংলার হিন্দুদের বাঁচাতে চান। সেজন্য ২০২১ সালে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। সেজন্যই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।”

এই পেজ নিয়ে অবশ্য তথাগতবাবু বলেছেন, “এসবে আমার উৎসাহ নেই৷ কারা এটা করেছে আমার জানা নেই”৷ একথা বললেও দলের একাংশ এই সাফাই মানতে নারাজ৷

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version