Friday, August 22, 2025

ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবারই জানিয়েছে, JEE বা NEET পরীক্ষা সেপ্টেম্বর মাসের নির্ধারিত দিনেই হবে৷

এবার দেশের প্রতিটি রাজ্য থেকে ঠিক কতজন করে পরীক্ষার্থী সেপ্টেম্বরের JEE বা NEET পরীক্ষায় বসছে
তার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

◾ন্যাশনাল টেস্টিং এজেন্সিও দেওয়া তথ্য অনুযায়ী এ বছর বাংলা থেকে NEET বা সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা দিচ্ছেন ৭৭০৬১ জন পরীক্ষার্থী ৷

◾গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা
প্রায় ১০ হাজার বেশি।

◾গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৭৭৭৬।

◾এ রাজ্যে মোট ১৮৯টি পরীক্ষা কেন্দ্রে NEET নেওয়া হবে।

◾এ বার JEE (MAIN) পরীক্ষা দিচ্ছেন ৩৭,৯৭৩ জন পরীক্ষার্থী ৷

◾গতবারের তুলনায় ২০০০ বেশি।

◾মোট ১৫ টি পরীক্ষার কেন্দ্রে JEE (MAIN) প্রবেশিকা নেওয়া হবে।

◾সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং- প্রবেশিকা অনলাইনে নেওয়া হয়।

◾মহামারি আবহের কথা মাথায় রেখে এবং পরীক্ষার্থীরা যাতে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে পারেন,
সে জন্য প্রতিদিনে ১২ ধাপে পরীক্ষা নেওয়া হবে।

◾JEE (MAIN) পরীক্ষা দেওয়ার সময় যাতে এক একটি পর্যায় অতিরিক্ত ছাত্র-ছাত্রী না আসে তার জন্য প্রত্যেক শিফটে পরীক্ষার্থীর সংখ্যা কমানো হয়েছে।

◾গতবছর অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছিল ৮টি ধাপে।

◾মহামারি পরিস্থিতিতে দুই প্রবেশিকা পরীক্ষার পরীক্ষাকেন্দ্রের সংখ্যা গতবারের তুলনায় বাড়ানো হয়েছে।

◾ JEE (MAIN)- এ পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৫৭০ থেকে বাড়িয়ে ৬৬০ করা হয়েছে৷

◾ NEET-এ পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২,৫৪৬টি থেকে বাড়িয়ে করা হয়েছে ৩৮৪৩টি৷

◾এবছর JEE (MAIN) নেওয়া হবে ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

◾ NEET নেওয়া হবে ১৩ সেপ্টেম্বর।

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...
Exit mobile version