মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ কর্মী। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ কর্মীকে এসএসকেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ডিউটি পরিবর্তন করার সময় ওই পুলিশকর্মীর বন্দুক থেকে হঠাৎ করে গুলি বের হলে গুরুতর আহত হন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপতত ওই পুলিশকর্মীর অবস্থা স্থিতিশীল।