Thursday, November 6, 2025

নিম্নচাপের চোখ রাঙানি অব্যাহত। হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে ক’দিন। পাল্লা দিয়ে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ । এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত ৷ সকাল থেকে মেঘলা আকাশ ।

ঝিরঝিরিয়ে বৃষ্টি চলছেই। এদিকে, ওড়িশার রাউরকেলায় নিম্নচাপের অবস্থান ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণে ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে ৷ তবে হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার রাত থেকে কিছুটা উন্নতি হতে পারে আবহাওয়ার।

বুধবার রাত থেকেই কলকাতা ও শহরতলিতে শুরু হয়েছে বৃষ্টি ৷ রাতভর বৃষ্টি  হয়েছে কলকাতায় ৷ শহরের একাধিক জায়গা জলমগ্ন। জল জমেছে হেদুয়া, কলেজ স্ট্রিট এবং ঠনঠনিয়ায় ৷ ইএম বাইপাসের একাংশও জলমগ্ন ৷

বৃহস্পতিবার বৃষ্টি তো চলছেই এরই পাশাপাশি রাজ্যের পশ্চিমের চার জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

বৃষ্টির ভ্রুকুটি বজায় থাকায় বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে আগামী চার দিন ধরে। এর প্রভাবে ওড়িশা ও ছত্তিসগড়েও প্রবল বৃষ্টির সর্তকতা। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ এবং রাজস্থানেও।

এদিকে, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দু-এক পশলা।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version