Friday, November 14, 2025

কংগ্রেসের অন্দরের ফাটল ক্রমশই চওড়া হচ্ছে, ফের বিস্ফোরক গুলাম নবি আজাদ

Date:

তথাকথিত বিদ্রোহীদের ছেঁটে সোনিয়া গান্ধী কংগ্রেসের বড় পদে রাহুল-ঘনিষ্ঠদের নিয়োগ করার পরই ফের বিস্ফোরণ ঘটালেন গুলাম নবি আজাদ৷

‘বিদ্রোহী’ শিবিরের অন্যতম নেতা গুলাম নবি আজাদ সংবাদমাধ্যমে নাম না করে সোনিয়া- রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগেছেন৷ তিনি বলছেন, “যদি এখনই দলের অভ্যন্তরীণ নির্বাচন না হয়, তাহলে আগামী ৫০ বছরেও ক্ষমতায় ফিরতে পারবে না কংগ্রেস”৷

কংগ্রেসের অন্দরের ফাটল ক্রমশই চওড়া হচ্ছে। সোনিয়া গান্ধী দলের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ কমিটি থেকে বিদ্রোহীদের সরিয়ে দেওয়ার প্রথম ধাপে পা রেখেছেন৷ একাধিক গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে রাহুল-ঘণিষ্ঠদের৷ দলের বিদ্রোহীরা বার্তা পেয়েছেন, তাঁদের পদ আর বেশিদিন নিরাপদ থাকবেনা৷
এদিন তারই বহিঃপ্রকাশ ঘটালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ৷
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তথা কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বলেছেন, ”দলকে শক্তিশালী করতে
এখনই উচিত ব্লকস্তর থেকে শুরু করে জেলা কমিটি, রাজ্য কমিটি এবং অবশ্যই কংগ্রেস ওয়ার্কিং কমিটি পর্যন্ত প্রতিটি পদে নির্বাচন করা। নির্বাচনে জিতে পদে এলে কমপক্ষে ৫১% কর্মীর সমর্থন থাকবে। যারা নির্বাচনে পরাজিত হবেন, তাঁদের পিছনেও ১০-১৫% সমর্থন থাকে। তাঁরা চেষ্টা করবেন পরেরবার ভোটে জেতার জন্য ভালভাবে দলের কাজ করতে।”

আজাদ আরও স্পষ্টভাবেই বলেছেন, “আজকাল তো প্রদেশ কংগ্রেস সভাপতি হচ্ছেন তোষামোদকারীরা। আজকাল এমন সব নেতা প্রদেশ সভাপতি হচ্ছেন, যাদের রাজ্যে কোনও ভূমিকাই নেই, শুধুই দিল্লিতে যোগাযোগ আছে। কোনও বড় নেতা তাঁদের হয়ে সুপারিশ করে সভাপতি বানাচ্ছেন৷”
আজাদ বলেছেন, ”দলের যে নেতারা নির্বাচন চাইছেন না, তাঁরা সস্তার রাজনীতি করছেন। নির্বাচনে না জিতলে ১ শতাংশ গ্রহণযোগ্যতাও কারও থাকে না।” তিনি বলেছেন, “আজ থেকে ১৫ বছর আগেই হয়তো নির্বাচন করা উচিত ছিল। দলে দশকের পর দশক অভ্যন্তরীণ নির্বাচন হয়নি। যারা আমাদের দাবির বিরোধিতা করছে, তাঁরা জানে যে, নির্বাচন হলে তাঁরা কোথাও জায়গা পাবেন না। আ দল এভাবে আগামী ৫০ বছর বিরোধী আসনে বসতে চায়, তাহলে নির্বাচনের কোনও দরকার নেই।”

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version