Friday, August 22, 2025

লকডাউন। চারিদিক শুনসান। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আকাশ কালো করে মেঘ। দিন না রাত বোঝা দায়। সেই সুযোগে কাজে নেমেছিল মাফিয়ারা। আর সেই মাফিয়াদের ধরতেই সটান নদীতে নেমে পড়লেন বিডিও! যেন হিন্দি ছবির দৃশ্য। বৃহস্পতিবার এমনই ছবির বাস্তব চিত্রের সাক্ষী থাকলেন আসানসোল জামুরিয়ার মানুষ।

ঘটনাটি ঠিক কী ?

নদীর থেকে বালি চুরি করার অভিযোগ কিছুদিন ধরেই পাচ্ছেন জামুড়িয়ার বিডিও কৃশানু রায়। তাই তিনি ঠিক করেন হাতেনাতে ধরবেন মাফিয়াদের । বৃহস্পতিবার জামুড়িয়া বিধানসভার অন্তর্গত শ্যামল গ্রাম পঞ্চায়েতের ভুড়ি এলাকায় অজয় নদীর প্রায় মাঝ বরাবর বালি মাফিয়ারা গাড়ি নামিয়ে বালি তুলছিল নদীর বুক থেকে। গোপন সূত্রে এই খবর পান বিডিও । আর ঠিক সেই সময় সেখানে অভিযানে চলে যান জামুড়িয়ার বিডিও কৃশানু রায়। আর তাঁর সঙ্গে ছিলেন ভূমি দফতরের কর্মাধ্যক্ষ অনিমেষ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরাও। অজয়ের বুকে বালি মাফিয়াদের কাছে পৌঁছতে আধিকারিকদের প্রায় এক গলা জলে নামতে হয়েছিল বলে জানান জামুড়িয়ার ভূমি কর্মদক্ষ অনিমেষ চক্রবর্তী। ওই সময় বালি চুরি করতে মাঝ নদীতে এক ডজনেরও বেশি গাড়ি ছিল। কিন্তু অভিযানের কথা কোনোওভাবে জেনে যায় মাফিয়ারা। তারপর তারা চম্পট দেয়। কিন্তু দুটি গাড়ি সিজ করেন তাঁরা।

 

অনিমেষ বাবু জানান,  তাঁরা কোনওরকমে মাফিয়াদের দুটি গাড়িকে সিজ করতে পেরেছেন। কিন্তু নদীর জলের সুযোগ নিয়ে অন্যান্য গাড়িগুলো পালিয়ে যায়। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে জামুড়িয়ার বিডিও কৃশানু রায় জানান, যখনই তাঁদের কাছে এই ধরনের অভিযোগ এসেছে,তাঁরা অভিযানে সামিল হয়েছেন।

 

 

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...
Exit mobile version