১৪ সেপ্টেম্বর বাদল অধিবেশন, ৭২ ঘণ্টা আগে কোভিড টেস্ট সব সাংসদের

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা সংসদের বাদল অধিবেশন। চলবে ১ অক্টোবর পর্যন্ত। অধিবেশন শুরুর ৭২ ঘণ্টা আগে প্রত্যেক সাংসদকে বাধ্যতামূলকভাবে কোভিড টেস্ট করাতে হবে। জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সাংসদদের পাশাপাশি কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে সংসদের কর্মী, মন্ত্রী-সাংসদদের সচিব, সহকারী ও মিডিয়া কর্মীদের। গোটা অধিবেশন পর্বেই সংসদে কোভিড টেস্টিং ও সংশ্লিষ্ট পরীক্ষা চলবে। সবধরনের সুরক্ষাবিধি ও দূরত্ববিধি মেনে অধিবেশন চলবে সকাল ও বিকেল দুটি পর্বে। অধিবেশনের সুরক্ষাবিধি নিয়ে শুক্রবার স্পিকারের সঙ্গে বৈঠক হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, আইসিএমআরের প্রতিনিধিদের।

আরও পড়ুন- রাম মন্দির নির্মাণে ইতিহাসের পাতায় ঠাঁই ২৫০ বছরের পুরনো সীতা রসোই মন্দিরের

 

Previous articleসুশান্ত মৃত্যু মামলা : গৌরবকে নোটিশ ইডির, যেসব প্রশ্নের মুখে পড়ছেন রিয়া
Next articleআশুতোষ কলেজের মেধা তালিকায় নাম নিয়ে সানির প্রতিক্রিয়া : ‘ক্লাসে দেখা হবে’