করোনাকে রাজনৈতিক মহামারি করেছে তৃণমূল কংগ্রেস, তোপ দাগলেন দিলীপ

করোনাকে রাজনৈতিক মহামারি করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। তাঁর দলের নেতা, মন্ত্রী, কর্মীরা কেউ লকডাউনের নিয়ম মানছেন না। ফলে আমরা বাড়িতে বসে থেকে কোনও লাভ হচ্ছে না। প্রতিদিন রাজ্যের ৩ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন। আর মৃত্যু হচ্ছে কমপক্ষে ৫০ জনের। মুখ্যমন্ত্রীকে তোপ দেগে একথা বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপের বক্তব্য, লকডাউন নিয়ে খামখেয়ালি আচরণ করছে রাজ্য সরকার। তৃণমূলের মিছিলে কোনও নিয়ম মানা হচ্ছে না। বিরোধীদের যখন-তখন মহামারির দোহাই দিয়ে গ্রেফতার করা হচ্ছে। মহামারি পরিস্থিতিকে হাস্যকর করে দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি জেইই এবং নিট পরীক্ষার পক্ষে সওয়াল করে বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, সাড়ে ৮ লক্ষ পড়ুয়া অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে। তারা পরীক্ষা দিতে চান। কেন্দ্র বিভিন্ন স্তরে আলোচনা করেই পরীক্ষার ব্যবস্থা করেছে। পড়ুয়াদের যাতে বছর নষ্ট না হয় তার জন্য এই পদক্ষেপ। রাজ্য সরকারের উচিত এ ব্যাপারে কেন্দ্রের পাশে দাঁড়ানো। তা না করে বিরোধিতার জন্য বিরোধিতা করা এই রাজ্য সরকারের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে।

Previous articleনদীতে নেমে সিনেমার কায়দায় মাফিয়াদের ধরলেন বিডিও!  
Next articleএবার বিগ বাজারের মালিকানা যাচ্ছে মুকেশ আম্বানির হাতে