Wednesday, November 12, 2025

শুনানির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট! হাজতের দোরগোড়া থেকে ফিরলেন খোদ আইনজীবী

Date:

কম্পিউটারে একটা স্ক্রিনশট নিয়ে যে এমন বিপদে পরবেন তা ভাবতেই পারেননি কলকাতা হাইকোর্টের এই আইনজীবী। এই স্ক্রিনশটের কারণেই হাজতের দোরগোড়া থেকে ঘুরে এলেন তিনি। কলকাতা হাইকোর্টের কাছে ক্ষমা চেয়ে কোনও ক্রমে পার পেয়েছেন তিনি । কীর্তিমানের নাম শিবরতন কাকরানিয়া।
ঘটনার সূত্রপাত দিন পাঁচেক আগে। করোনা পরিস্থিতির জেরে ভার্চুয়াল শুনানির মাধ্যমে বিচারপ্রক্রিয়া চলছে কলকাতা হাইকোর্টে। কম্পিউটার থেকে তেমনই এক শুনানির স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আইনজীবী শিবরতন কাকরানিয়া। তা আদালতের নজরে আসতেই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন বিচারপতি রাজশেখর মান্থা।
বিচারপতি জানিয়েছেন, আদালতের কার্যক্রমের স্ক্রিনশট নেওয়া এজলাসে বসে ছবি তোলার সমতুল। গত ২৫ অগাস্ট এক রায়ে বিচারপতি মান্থা লিখেছেন, ‘শ্রী শিবরতন কাকরানিয়া গত ১৯ অগাস্ট একটি হলফনামা পেশ করে তাঁর কৃত কর্মের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত হতেই পোস্টটি মুছে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, ওই পোস্টে তাঁর করা মন্তব্যও সম্পূর্ণ অনিচ্ছাকৃত।’
তবে ভবিষ্যতে এমন আচরণ করলে তার আইনজীবী কেরিয়ার যে ঘোর অনিশ্চয়তার সম্মুখীন হবে সে কথাও তাকে মনে করিয়ে দিয়েছে আদালত ।

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version