পরীক্ষা দিতে গিয়ে পড়ুয়ারা কোভিডে আক্রান্ত হলে কে দায়িত্ব নেবে! প্রশ্ন মুখ্যমন্ত্রীর

আইন বদলে আলুর মতো সাধারণ মানুষের খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে সহায়তা করায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে পড়ুয়াদের সামনে কড়া ভাষায় কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, দেশ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে। শিক্ষা নীতি ঘোষণা করল একবারও রাজ্যগুলির সঙ্গে আলোচনা করল না। শুনছি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক তুলে দেবে। এ তো দেখি স্বৈরতন্ত্র!

মুখ্যমন্ত্রী শুক্রবার ভার্চুয়াল সভায় বলেন, ইউজিসি বলছে, পরীক্ষা নিতে হবে। আমরা বলেছি, শুধু দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। বাকি সব পরীক্ষা পিছিয়ে দিতে হবে। আপাতত স্কুলে কোনও পরীক্ষা নয়। মুখ্যমন্ত্রীর জিজ্ঞাসা, পরীক্ষা দিতে গিয়ে যদি কেউ কোভিডে আক্রান্ত হন, তার দায়িত্ব কে নেবে? কিংবা পরিবহন ব্যবস্থা চালু না থাকায় কেউ যদি পরীক্ষা দিতে না পারেন, বছর নষ্ট হয় তার দায়িত্ব ইউজিসি কিংবা কেন্দ্র নেবে কি? এদের গা থেকে চাদরটা সরিয়ে দিয়ে আসল মুখটা মানুষকে দেখাতে হবে।

Previous articleকংগ্রেসের অন্দরের ফাটল ক্রমশই চওড়া হচ্ছে, ফের বিস্ফোরক গুলাম নবি আজাদ
Next articleবিহারের ভোট পিছিয়ে দেওয়ার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে