চলে গেলেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত চ্যাডউইক বোসম্যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। সদ্য প্রয়াত অভিনেতা গত চারবছর ধরে কোলোন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানতে হলো তাঁকে। লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ব বিখ্যাত অভিনেতা।

মার্ভেল ছবিতে বিরাট খ্যাতি অর্জনের আগে ঐতিহাসিক চরিত্র জ্যাকি রবিনসন এবং জেমস ব্রাউনের ভূমিকায় অভিনয় করেন চাডউইক। এরপর ব্ল্যাক প্যান্থারের চরিত্রে অভিনয় রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি দেয় তাঁকে।

কোলন ক্যানসার ধরা পড়ার পরও শারীরিক অসুস্থতা নিয়ে একের পর এক ছবি করে গিয়েছেন তিনি। মার্শাল থেকে ডা ৫ ব্লাডস, অগাস্ট উইলিসনসের মা রেইনিস ব্ল্যাক বটম- নানা ছবিতে ধরা পড়েছে চাডউইকের শৈল্পিক প্রতিভা। অসুখের কথা জনসমক্ষে কখনও আলোচনা করেননি তিনি। মা রেইনিস ব্ল্যাক বটম তাঁর অভিনীত শেষ ছবি। অসংখ্য সার্জারি আর কেমোথেরাপির মধ্যেই অভিনয় চালিয়ে গিয়েছিলেন চ্যাডউইক বোসম্যান। তাঁর অকাল প্রয়াণে বিশ্ব চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া।
