গলায় রুটি ঝুলিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলেন বিএসএনএল কর্মীরা। শনিবার চন্দননগরের জ্যোতির মোড়ে বিএসএনএল সংস্থাকে বেসরকারিকরণ করার প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সামিল হন বিএসএনএল কর্মীরা। অভিযোগ, ১৬ মাস ধরে বন্ধ কর্মীদের বেতন। এই পরিস্থিতিতে সংস্থাকে বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদেই এদিন বিক্ষোভ দেখান বিএসএনএল কর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন বেতন বন্ধ। অপর দিকে তাঁদের স্বেচ্ছাবসর নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে তাঁরা অভিনব অবস্থান বিক্ষোভ করেন।
