মার্কিন প্রেসিডেন্ট পদের যোগ্য ইভাঙ্কা, কমলা ‘অযোগ্য’, মন্তব্য ট্রাম্পের

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের ওপর বেজায় চটে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানারকম মৌখিক সংঘাতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টি। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী বাইডেন যাঁকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছেন, সেই কমলা হ্যারিসকে ‘অযোগ্য’ বলেলেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু এটুকুতেই থামেননি এরপর বলেন, মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য ইভাঙ্কা।

শুক্রবার নিউ হ্যাম্পশায়ার শহরে নির্বাচনী সভায় ট্রাম্প বলেন, “মার্কিন প্রেসিডেন্ট পদে একজন মহিলা বসবেন এই বিষয়টি আমি সমর্থন করি। তাই বলে, কমলার সেই যোগ্যতা নেই, বরং প্রেসিডেন্ট পদে ইভাঙ্কা ভাল কাজ করতে পারবে। গত বার ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড় থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন কমলা হ্যারিস। কারণ শুরুটা ভালো হলেও দিন এগোলেও তাঁর জনপ্রিয়তা একেবারেই কমে গিয়েছিল। আমেরিকাকে ধ্বংস করে দেবে এই বিডেন-হ্যারিস জুটি।”