তৃণমূলের টুইটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ছবিতে লেখা ‘ম্যায় হুঁ না’–র পাল্টা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । শনিবার রাজ্যপাল টুইটে মুখ্যমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, ‘ম্যায় হুঁ না–র প্রতিক্রিয়ায় আমি লিখলাম ‘ম্যায় ভি হুঁ না’। এর পরই তিনি জনকল্যাণে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন । রাজ্যপাল লিখেছেন, ‘সংবিধানের প্রকৃত ভাবধারায় আমরা উভয়ই সাংবিধানিক কর্মী হিসেবে রাজ্যের উন্নতির জন্য কাজ করব। আর চেষ্টা করব জনগণের দুর্ভোগ দুর্দশা প্রশমন করতে।’
২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের ভার্চুয়াল সভা শেষে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ম্যায় হুঁ না’। আর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ ২৮ জুলাইয়ের আগের দিন বৃহস্পতিবার রাতে বলিউডি সেই সংলাপ তুলে ধরে জননেত্রীর একটি ছবি টুইট করা হয় তৃণমূলের পক্ষ থেকে। ছবিটির ওপরই রোমান হরফে লেখা ছির ‘ম্যায় হুঁ না’।

Hon’ble CM @MamataOfficial
M A I N
HOON NAमैं हूँ ना
My RESPONSE
M A I N
BHEE
HOON NAमैं भी हूँ ना
In true spirit of Constitution in togetherness we both as constitutional functionaries will work for betterment of state and mitigate untold woes of people. pic.twitter.com/Eo3cwR80ya
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 29, 2020
তবে এরও যে প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল তা নিয়ে ইতিমধ্যে সাড়া পড়েছে সোশ্যাল মিডিয়ায় ।

