এবার বারাসত গভর্নমেন্ট কলেজের মেরিট লিস্টে সানি লিওনির নাম!

ফের আরেক কলেজে ভর্তির তালিকায় নাম সানি লিওনের। বারাসত সরকারি কলেজের ইংলিশ অনার্সের প্রভিশনাল মেরিট লিস্টে রয়েছে তাঁর নাম। শনিবার, সোশ্যাল সাইটে এই তালিকা প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়ায় ছাত্রছাত্রী থেকে শিক্ষকদের মধ্যে। ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল পরিচালিত ছাত্র সংসদ। তাদের দাবি, কলেজকে কালিমালিপ্ত করতেই সানি লিওন সহ আরও তিনজনের ফেক নাম জুড়ে এই কাণ্ড ঘাটানো হয়েছে। পাশাপাশি, গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ বারাসত থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।