সুপ্রিম কোর্টে প্রশান্ত ভূষণ-মামলার রায় সোমবার

আদালত অবমাননা মামলায় আগামী সোমবার প্রশান্ত ভূষণকে রায় জানাবে সুপ্রিম কোর্ট।

প্রশান্ত ভূষণকে নিজের টুইট-বক্তব্যের জন্য নিঃশর্তে ক্ষমা চাওয়ার সময় দিয়েছিলো শীর্ষ আদালত । কিন্তু নিজের অবস্থান থেকে সরে ক্ষমা চাইতে রাজি হননি তিনি। এ ধরনের জটিল পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট প্রশান্ত ভূষণকে ঠিক কী ‘শাস্তি’ দেয়, সেটাই এখন দেখার৷

২০০৯ সালে ‘তহেলকা’র তরুণ তেজপালকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচারপতিদের সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন প্রশান্ত ভূষণ৷ এই মন্তব্যের জন্য মামলা হয় প্রশান্ত ভূষণের বিরুদ্ধে। পাশাপাশি সম্প্রতি বিচারপতিদের নিয়ে তাঁর দু’টি টুইট নিয়েও তাঁর বিরুদ্ধে সুয়োমটো মামলা করে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, টুইট-মামলায় গত ১৪ আগস্ট শীর্ষ আদালত প্রশান্ত কিশোরকে দোষী সাব্যস্ত করেছে। এর আগে, প্রশান্ত ভূষণকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিলো শীর্ষ আদালত। কিন্তু তাতে রাজি হননি বিশিষ্ট এই আইনজীবী।
উল্টে তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা তাঁর গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারের বলেই তিনি টুইটে নিজের কথা বলেছেন। এই টুইট কখনই বিচার প্রক্রিয়ায় বাধা তৈরি করেনি৷ তাই অবমাননাও হয়নি৷ তাই নিজের বক্তব্য থেকে সরবেন না। গত মঙ্গলবার এই মামলার শুনানিতে প্রশান্ত ভূষণের আইনজীবী রাজীব ধাওয়ান সওয়ালে বলেন, ‘‘সুপ্রিম কোর্টকে সমালোচনা শুনতে হবে। শুধু সমালোচনাই নয়, চূড়ান্ত সমালোচনা। কারণ, শীর্ষ আদালতের কাঁধ অনেক চওড়া।’’ সেদিনই সুপ্রিম কোর্টে
অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল প্রশান্ত ভূষণকে সতর্ক করে ক্ষমা করে দেওয়া উচিত বলে মন্তব্য করেন৷

এখন অপেক্ষা সোমবারের রায়ের৷

আরও পড়ুন- বিগবাজার সহ ফিউচার গ্রুপ কিনে নিল মুকেশের রিলায়েন্স