Thursday, August 28, 2025

মুম্বইয়ের DRDO অফিসে জেরার মুখোমুখি হলেও রিয়া চক্রবর্তীর উত্তরে সন্তুষ্ট হতে পারেনি CBI গোয়েন্দারা৷ শুক্রবার CBI- এর তলবে হাজিরা দিয়েছেন রিয়া চক্রবর্তী। এদিন ভাই সৌভিক চক্রবর্তীকে নিয়ে DRDO অফিসে যান রিয়া৷ সেখানেই তাঁর বয়ান রেকর্ড করা হয়৷ জানা গিয়েছে, আগামী কয়েকদিন ধরে চলবে এই জিজ্ঞাসাবাদ। রিয়ার পর একে একে ফের ডাকা হবে ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের বাড়ির রাঁধুনি নীরজ ও রুমমেট সিদ্ধার্থ পিঠানিকেও৷

এদিকে সূত্রের খবর, রিয়ার উত্তরে CBI সন্তুষ্ট হয়নি৷ একাধিক প্রশ্নের উত্তর রিয়া না’কি এড়িয়ে গিয়েছেন৷ ফলে আরও কড়া জেরার মুখে পড়তে পারেন রিয়া৷ প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ CBI করতে পারে৷

জানা গিয়েছে, শুক্রবার রিয়ার কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর CBI চায়৷ প্রশ্ন করা হলেও রিয়া সেভাবে উত্তর দেননি৷

এদিকে, জাতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার অভিনেত্রীর ভাইকে CBI জিজ্ঞাসাবাদ করেছে৷ এই দু’জনের বয়ান CBI এখন খতিয়ে দেখছে৷ তারপরই পরবর্তী পদক্ষেপ নেবে৷ ওই সংবাদমাধ্যমের খবর,
রিয়াকে যে সব প্রশ্ন করা হয়েছে, সেগুলি এ রকম :

◾কেন আপনি হঠাৎ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর CBI তদন্ত চেয়েছেন? আপনি কি এই মৃত্যুর পিছনে কোনও রহস্যের গন্ধ পেয়েছেন ? কেন এমন ধারনা হলো ?

◾ গত ৮ জুন আপনি কেন সুশান্ত সিংয়ের বান্দ্রার আবাসন ছেড়েছিলেন?

◾ ৮ জুন কি আপনাদের মধ্যে কোনও ঝগড়া হয়েছিল? কেন ?

◾ সুশান্তেরর মৃত্যুর খবর আপনি কীভাবে জেনেছেন ? কে জানিয়েছিল? তখন আপনি কোথায় ছিলেন?

◾ মৃত্যুর খবর পেয়েই কি আপনি সুশান্তের বান্দ্রার বাড়িতে গিয়েছিলেন? যদি না গিয়ে থাকেন, তাহলে কোথায়, কখন, কীভাবে ওর মৃতদেহ দেখেছিলেন? না গেলে, কেন গেলেন না ?

◾ সুশান্ত সিং রাজপুত কি কিছুদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন? কী বিষয়ে যোগাযোগ করেছিলেন? কেন করেছিলেন ?

◾ সুশান্ত সিং রাজপুতের বাড়ি ছাড়ার পর আপনাদের মধ্যে কি কোনও যোগাযোগ হয়েছিল? বিশেষ করে ৯ থেকে ১৪ জুনের মধ্যে? যদি হয়, তাহলে কী বিষয়ে যোগাযোগ হয়েছিল?

◾আলাদা থাকার সময় কি সুশান্ত সিং রাজপুত আপনাকে ঘনঘন যোগাযোগের চেষ্টা করতেন?

◾ আপনি কি সুশান্তের ফোন কল আর মেসেজ এড়িয়ে যেতেন ? তেমন করলে, কেন করতেন?

◾ আপনি কেন সুশান্তের নম্বর ব্লক করেছিলেন?

◾ সুশান্ত সিং রাজপুতের চিকিৎসার নথি, স্বাস্থ্য পরীক্ষার নথি, চিকিৎসক ও মনোবিদের বিবরণ সম্পর্কে কী জানেন ?

◾ সুশান্ত সিং রাজপুতের পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল?

এই প্রশ্নগুলির মধ্যে না’কি ৫-৬টি প্রশ্নের উত্তর দিতে পারেননি অথবা উত্তর দিতে চাননি রিয়া৷ CBIয়ের ধারনা, ইচ্ছা করেই এই কাজ করেছেন রিয়া৷

 

 

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version